সেপ্টেম্বরে পরীক্ষা, শনিবারই অযোগ্যদের তালিকা প্রকাশ! সুপ্রিম কোর্টে জানাল SSC

SSC

প্রীতি পোদ্দার, কলকাতা: আর দেরি নয়, এবার কালকের মধ্যেই অযোগ্যদের তালিকা প্রকাশ হতে পারে, সুপ্রিম কোর্টে জানালেন এসএসসি (SSC) -র আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়! এমতাবস্থায় অযোগ্য চাকরিপ্রাপকদের নামের তালিকা প্রকাশ্যে আসা নিয়ে শুরু হল একাধিক বিতর্ক। আগামী সেপ্টেম্বরেই রাজ্যের দুই স্তরে মিলিয়ে প্রায় ৫ লক্ষ পরীক্ষার্থী বসবেন এই পরীক্ষায়। ফলে স্বাভাবিক ভাবেই প্রার্থীদের মধ্যে প্রস্তুতি এবং উৎকণ্ঠা দুই-ই এখন চরমে।

নিয়োগ প্রক্রিয়ার তোড়জোড় শুরু SSC-র

উল্লেখ্য, নিয়োগে দুর্নীতির অভিযোগে এসএসসি-র ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। আর তাতেই রাতারাতি চাকরি চলে গিয়েছিল ২৫,৭৩৫ জনের। এমন সিদ্ধান্তের কারণ হিসেবে আদালত যুক্তি দিয়েছিল যে, সঠিক তথ্য না থাকায় যোগ্য এবং অযোগ্যদের পৃথক করা সম্ভব হয়নি। তাই পুরো প্যানেল বাতিল করতে হয়েছে। সেক্ষেত্রে নতুন করে নিয়োগপ্রক্রিয়া শুরু করতে বলা হয় কমিশনকে। শুধু তাই নয় ‘দাগি’ হিসাবে যাঁদের চিহ্নিত করা গিয়েছে, তাঁদের বেতন ফেরত দিতে হবে বলে জানায় আদালত। এর পর নয়া প্রক্রিয়ার তোড়জোর শুরু করে দিল স্কুল সার্ভিস কমিশন।

সেপ্টেম্বরে হবে পরীক্ষা!

দ্য ওয়ালের রিপোর্ট অনুযায়ী, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই নতুন করে নিয়োগের প্রক্রিয়া শুরু করার আশ্বাস দেয় SSC। সেই অনুযায়ী আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর, নির্ধারিত তারিখেই শুরু হতে চলেছে পরীক্ষা। এদিকে এত জলদি পরীক্ষার সূচি স্থগিত রাখার জন্য সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিলেন দাগি বলে চিহ্নিত নন, এমন চাকরিহারারা।গতকাল অর্থাৎ বৃহস্পতিবার কমিশনের তরফে এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করা হয় যে ৭ ও ১৪ সেপ্টেম্বর নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগেই সম্ভাব্য তারিখ জানিয়ে রাজ্যের জেলাশাসক ও ডিআইদের প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছিল। এবার সেই পরীক্ষার দিন নিয়ে স্পষ্ট মতবাদ জানিয়ে দিল বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ।

অযোগ্য প্রার্থীদের উদ্দেশ্যে কড়া নির্দেশ আদালতের

আগেই, আদালতের নির্দেশ মেনে এসএসসি আবেদনের সময়সীমা ১০ দিন বাড়িয়েছিল কমিশন। বিজ্ঞপ্তির মাধ্যমে স্পষ্ট জানানো হয় যে, অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হবে ৩ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে। পরীক্ষা পিছনোর পরামর্শ দেওয়া হলেও, পুজোর ছুটির কারণে সেই পরামর্শ মানা সম্ভব হয়নি, তাই সেক্ষেত্রে ৭ থেকে ১৪ সেপ্টেম্বর সূচি মেনেই পরীক্ষা হবে। রাজ্যের দুই স্তরে মিলিয়ে প্রায় ৫ লক্ষ পরীক্ষার্থী বসবেন এই পরীক্ষায়। ফলে এই সময়সূচি নিয়ে আর কোনও দ্বিধা রইল না। অন্যদিকে পরীক্ষায় অযোগ্যরা যাতে না বসতে পারে তারজন্য কড়া নির্দেশ দিল শীর্ষ আদালত।

আরও পড়ুন: ৪ মাস ধরে বেতনহীন! আসানসোল পৌর কর্পোরেশনের সামনে বিক্ষোভ নির্মল সাথী কর্মীদের

শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, যেসব প্রার্থীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে বা যাঁরা ইতিমধ্যেই অযোগ্য বা ‘দাগি’ ঘোষিত, তাঁদের পরীক্ষায় বসার অনুমতি দেওয়া যাবে না। আর এই বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব SSC কর্তৃপক্ষকেই নিতে হবে। শুধু তাই নয়, এদিন শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে অযোগ্য ঘোষিত প্রার্থীদের সংখ্যা জানতে চায় সুপ্রিম কোর্ট। আপাতত সমীক্ষা অনুযায়ী SSC জানায়, সেই তালিকায় রয়েছেন প্রায় ১,৯০০ জন। আগামীকাল অর্থাৎ শনিবারের মধ্যেই অযোগ্যদের তালিকা প্রকাশ হতে পারে বলে জানিয়ে দিল এসএসসি-র আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

Leave a Comment