সৌভিক মুখার্জী, কলকাতা: স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে সবথেকে বড় দুশ্চিন্তা বারবার চার্জ দেওয়া নিয়ে। তবে এই ঝামেলা দূর করতে এবার বিরাট উদ্যোগ নিচ্ছে রিয়েলমি। হ্যাঁ, এবার তাদের আসন্ন কনসেপ্টের ফোনে (Realme Smartphone) থাকবে এবার 15,000mAh এর বিরাট ব্যাটারি এবং সঙ্গে একেবারে নতুন কুলিং প্রযুক্তি। কোম্পানি জানিয়েছে, ফোনটি একবার চার্জ দিলেই টানা চারদিন ব্যবহার করা যাবে।
উল্লেখ্য, রিয়েলমি তাদের সপ্তম বর্ষপূর্তি উদযাপন করতে চলেছে। আর সেই উপলক্ষে গত 27 আগস্ট বাজারে বিশেষ এক ফোন নিয়ে এসেছে, যা নিয়ে ইতিমধ্যেই টেক দুনিয়ায় শোরগোল পড়ে গিয়েছে।
এক চার্জেই চলবে চারদিন
কোম্পানি দাবি করছে, এই ফোনটি একবার ফুল চার্জ দিলেই টানা চারদিন চলবে। এমনকি এতে পাওয়া যাবে 18 ঘণ্টা ভিডিও রেকর্ডিং এবং 53 ঘণ্টা ভিডিও প্লে-ব্যাকের সুবিধা। গেমিং-এর ক্ষেত্রেও টানা 30 ঘণ্টা সার্ভিস দেবে ফোনটি। আর যদি ফ্লাইট মোডে রেখে দেন, তাহলে তিন মাস পর্যন্ত স্ট্যান্ডবাই মোডে এই ফোনটি থাকবে। রিয়েলমি-এর তরফ থেকে জানানো হয়েছে, এই ফোনে 100% সিলিকন অ্যানোড টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যা ব্যাটারির লাইফ এবং ক্ষমতা, দুই’ই বাড়াবে।
realme 15000mAh, that’s equivalent to the nearly combined capacities of an iPhone 12, 13, 14, 15, and 16—all together in one device!
Never has there been any phone that can fit a mega 15,000 mAh battery in its body. We made it. pic.twitter.com/cahUNL5dof
— realme Global (@realmeglobal) August 28, 2025
ফোনে থাকছি ইন্টারনাল কুলিং ফ্যান
শুধুমাত্র ব্যাটারি নয়, বরং ওভার-হিটিং সমস্যা সমাধান করতে এবার বিরাট উদ্যোগ নিয়েছে রিয়েলমি। কারণ এই ফোনে দেওয়া হয়েছে একটি ছোট্ট চিল ফ্যান, যেখানে থার্মোইলেক্ট্রিক কুলিং প্রযুক্তি থাকবে। সাধারণত এই প্রযুক্তি আলাদা কুলিং এক্সেসরিতে দেখা যায়।
আরও পড়ুনঃ ২৫% শুল্ক না উঠলে বাণিজ্য চুক্তি নিয়ে কোনও কথা নয়, ট্রাম্পকে স্পষ্ট বার্তা মোদীর
তবে রিয়েলমি সেটি সরাসরি এবার ফোনে বসিয়ে দিচ্ছে। কোম্পানি দাবী করছে, এতে ফোনের কোর টেম্পারেচার প্রায় 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমানো যাবে। যারা মূলত হাই-গ্রাফিক্স গেমিং করে, তাদের জন্য এই ফোনটি একেবারে আশীর্বাদ স্বরূপ বলা যায়। কারণ দীর্ঘক্ষণ গেম খেললেও এই ফোন গরম হবে না, বরং একইসঙ্গে স্মুথ পারফরম্যান্স পাওয়া যাবে।