প্রীতি পোদ্দার, কলকাতা: আরজি কর ঘটনার (RG Kar Case) নয়া মোড়! এবার কলকাতা পুরসভার ডেপুটি মেয়রের বাড়িতে সিবিআই অভিযান! জানা গিয়ে আরজি কর হাসপাতালের দুর্নীতি মূলক মামলায় অতীন ঘোষের যোগসূত্রের কারণেই নাকি এবার নোটিস দিয়ে বাড়িতে আসল CBI। শুক্রবার ভরদুপুরে অতীন ঘোষের বাড়িতে হাজির হয় CBI এর একটি দল, এখনও চলছে জিজ্ঞাসাবাদ।
অতীন ঘোষের বাড়িতে CBI অভিযান
রিপোর্ট অনুযায়ী, আজ অর্থাৎ শুক্রবার, ২টো ১৫ নাগাদ কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের শ্যামবাজারের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI এর মোট তিনটি গাড়ি আসে। সঙ্গে সঙ্গে অতীন ঘোষের একজন স্টাফ সিবিআই অফিসারদের সঙ্গে কথা বলেন। এরপরেই অতীন ঘোষের ফ্ল্যাটে চলে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসারেরা। মূলত আরজিকরের ঘটনায় দুটো মামলা হয়েছিল। একটা দ্বিতীয় বর্ষের চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলা এবং অপরটি হল দুর্নীতির মামলা। ইতিমধ্যেই এই দুর্নীতির মামলায় আরজি কর হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছিলেন। এবার নাকি, সেই মামলাকে কেন্দ্র করেই অতীন ঘোষের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এসেছেন।
কী কারণে এই অভিযান?
আরজি কর মামলায় নাকি অনেক আগেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI-এর তরফে অতীনকে জিজ্ঞাসাবাদের নোটিস পাঠানো হয়েছিল। আর সেই নোটিস দেওয়ার পরই এদিন তাঁর বাড়িতে হাজির হন সংস্থার তদন্তকারী আধিকারিকেরা। তাঁদের মধ্যে আর্থিক দুর্নীতি মামলার মূল তদন্তকারী অফিসারও ছিলেন। এদিকে শাসকদলের নেতার বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযানে বিরোধী দলের তরফে ধেয়ে এসেছে একাধিক কটাক্ষ। অনেকেই জানিয়েছে নির্বাচনের আগেই শাসকদলের বোধন শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই, আরজি কর দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ-সহ পাঁচজনের বিরুদ্ধে চার্জগঠন করেছে সিবিআই। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে আলিপুর আদালতে।
আরও পড়ুন: সেপ্টেম্বরে পরীক্ষা, শনিবারই অযোগ্যদের তালিকা প্রকাশ! সুপ্রিম কোর্টে জানাল SSC
প্রসঙ্গত, অতীন ঘোষ আসলে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র এবং কাশীপুর-বেলগাছিয়ার বিধায়ক। আর এই বিধানসভা এলাকাতেই রয়েছে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল। সেক্ষেত্রে রোগী কল্যাণ সমিতির বৈঠকে হওয়া একাধিক সিদ্ধান্তে হাসপাতালে দুর্নীতির যোগ পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর। আর তাতেই এই জিজ্ঞাসাবাদ। এদিকে কিছু দিন আগে শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়ের সিঁথির বাড়িতেও তল্লাশি চালিয়েছিল সিবিআই।