মমতা না রাহুল! জনতার প্রথম পছন্দের নেতা কে? চমকপ্রদ উত্তর মিলল সমীক্ষায়

MOTN Survey 2025 report on India block and Rahul Gandhi performance

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিরোধী দলনেতা হিসেবে রাহুল গান্ধীই প্রথম পছন্দ, বলছেন দেশের 50 শতাংশ নাগরিক। এছাড়াও ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রেও রাহুল গান্ধীকেই প্রধান মুখ মনে করছেন অনেকেই। ইন্ডিয়া টুডে এবং সি ভোটারের মুড অফ দ্য নেশন সমীক্ষায় (MOTN Survey 2025) উঠে আসছে বড় তথ্য।

ইন্ডিয়া জোটের প্রধান মুখ হিসেবে কাকে দেখছে সাধারণ মানুষ?

ইন্ডিয়া টুডে এবং সি ভোটারের মুড অফ দ্য নেশন সমীক্ষা বলছে, দেশের একটা বড় অংশের মানুষ কংগ্রেসকেই ভারতের প্রধান বিরোধী দল হিসেবে সমর্থন করছে। আর সেই সূত্র ধরেই দলের প্রধান নেতা অর্থাৎ রাহুল গান্ধীকেই তাঁর পারফরমেন্সের ভিত্তিতে একশোতে একশো দিচ্ছেন অনেকেই।

কিন্তু ইন্ডিয়া জোটের প্রধান নেতা হিসেবে কাকে দেখছেন সাধারণ মানুষ? মূলত এমন প্রশ্নের উত্তরে সমীক্ষায় উঠে এসেছে, 28 শতাংশ মানুষ ইন্ডিয়া ব্লকের নেতৃত্বের জন্য রাহুল গান্ধীকেই বেছে নিয়েছেন। অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই আসনের জন্য সমর্থন করেছেন 8 শতাংশ মানুষ। আবার অখিলেশ যাদবকে ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে 7 শতাংশ মানুষের সমর্থন রয়েছে। এছাড়াও অরবিন্দ কেজরিওয়াল এবং প্রিয়াঙ্কা গান্ধীকে এই জোটের প্রধান মুখ হিসেবে দেখছেন যথাক্রমে 6 ও 4 শতাংশ মানুষ।

বিরোধী দলনেতা হিসেবে রাহুল গান্ধীর পারফরমেন্স

দেশের বিরোধী দলনেতা হিসেবে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তাঁর পারফরমেন্সের নিরিখে পছন্দ করছেন বেশিরভাগ মানুষ। সমীক্ষায় উঠে এসেছে, বিরোধী দলনেতা হিসেবে 28 শতাংশ মানুষ তাঁকে খুব ভালো এবং 22 শতাংশ মানুষ তাঁকে ভাল বলেছেন। অন্যদিকে 16 শতাংশ মানুষের কাছে তিনি মাঝামাঝি ধাঁচের নেতা, 15 শতাংশ মানুষের কাছে খারাপ এবং 12 শতাংশের কাছে খুব খারাপ।

কংগ্রেসে প্রধান মুখ হিসেবে কাকে দেখছে জনতা?

জাতীয় কংগ্রেস দলকে নেতৃত্ব দেওয়ার জন্য সেরা মুখ কে? এমন প্রশ্নের উত্তরে 38 শতাংশ মানুষ রাহুল গান্ধীকে প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছেন। অন্যদিকে গান্ধী পরিবার থেকে বেরিয়ে সচিন পাইলটকে বেছে নিয়েছেন 16 শতাংশ মানুষ। এছাড়াও মল্লিকার্জুন খাড়গেকে 12 শতাংশ মানুষ এবং শশী থারুরকে 8 শতাংশ মানুষ সমর্থন করেছেন। পাশাপাশি পি চিদাম্বরমকে 7 শতাংশ মানুষ এবং অশোক গেহলতকে 6 শতাংশ মানুষ সবুজ সংকেত দিয়েছেন।

অবশ্যই পড়ুন: জাতীয় দলে উপেক্ষা নয়? এই কারণেই ক্রিকেট থেকে অবসর নিয়েছেন পুজারা, জানালেন নিজেই

প্রসঙ্গত, ইন্ডিয়া টুডে এবং সি ভোটারের মুড অফ দ্য নেশন সমীক্ষায় দেশের সব রাজ্য এবং লোকসভা আসনে গত 1 জুলাই থেকে 14 আগস্টের মধ্যে, জাত, ধর্ম, বর্ণ এমনকি শ্রেণী নির্বিশেষে মোট 58,788 জন প্রাপ্তবয়স্কের মতামত নেওয়া হয়েছে। এছাড়াও গত 24 সপ্তাহে 1,52,038 জনের মতামত বিশ্লেষণ করে মোট 2,06,826 জনের মতামতের ভিত্তিতে দেশবাসীর মনোভাব বোঝার চেষ্টা করেছে ওই সমীক্ষা।

Leave a Comment