প্রীতি পোদ্দার, কলকাতা: হাতে বাকি মাত্র আর কয়েক মাস। তারপরই শুরু হবে বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। ইতিমধ্যেই পরে গিয়েছে ভাদ্র মাস, তাইতো জোর কদমে শুরু হয়ে গিয়েছে পুজোর বাজার। এমন সময়ই বারবার বৃষ্টি (Weather Update) ঘটিয়ে চলেছে বিঘ্ন। কখনো রোদ কখনো বৃষ্টিতে কেনাকাটায় বড় প্রভাব পড়ছে। আবহাওয়ার এইরূপ খামখেয়ালিপনায় বেশ কয়েকটি জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা তৈরি হয়েছে। সকলের মনে একটাই প্রশ্ন কবে কমবে এই বৃষ্টির দুর্যোগ।
এইমুহুর্তে দক্ষিণ পশ্চিম মৌসুমী অক্ষরেখা বর্তমানে রাজস্থানের বিকানির, কোটা, গুনা, দামোহ, পেন্দ্রা রোড, সম্বলপুর, পুরী হয়ে দক্ষিণ-পূর্ব দিকে বঙ্গোপসাগরের কেন্দ্রে বিস্তৃত। যার ফলে বঙ্গোপসাগরের দিক থেকে আসা বাতাস ও আর্দ্রতার প্রভাবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের আবহাওয়ার ওপর বড় প্রভাব ফেলছে। তবে আগামী সপ্তাহ থেকেই নাকি আমূল বদলে যাবে আবহাওয়া। কমবে বৃষ্টির পরিমাণ, এমনই আশঙ্কা করছে আলিপুর আবহাওয়া দফতর। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ পূর্ব মেদিনীপুর, নদিয়া সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমতে পারে বলে আশঙ্কা করছে হাওয়া অফিস।
আরও পড়ুন: কলকাতার ডেপুটি মেয়রের বাড়িতে CBI, আরজি কর দুর্নীতি মামলায় নজরে অতীন ঘোষ
উত্তরবঙ্গের আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির ধারা বয়েই চলেছে সকাল সন্ধ্যে। আগামীকাল অর্থাৎ শনিবার উত্তরবঙ্গের একাধিক জেলায় বাড়ি থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। তবে আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে বলেই আশঙ্কা করা হচ্ছে। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রবি ও সোমবার থেকে বৃষ্টির দাপট কম হতে পারে।