বিক্রম ব্যানার্জী, কলকাতা: বর্তমানে ভারতের ঘরে ঘরে UPI ব্যবহারকারী। নিত্য প্রয়োজনীয় জিনিস হোক কিংবা স্মার্টফোন, মোটরবাইক, আজকাল UPI দিয়েই চোখের পলকে লেনদেন করছেন ভারতীয়রা।
তবে দুঃখের বিষয়, ভারত সরকার UPI পেমেন্টে বিশেষ নজর দিলেও ডিজিটাল পেমেন্টের এই সেক্টরে দাপট দেখাচ্ছে শুধুই বেসরকারি সংস্থাগুলি। তাই এই আধিপত্য ঘোঁচাতে এবার কোমর বেঁধে নামলো সরকারি টেলিকম নেটওয়ার্ক সংস্থা BSNL।
India.Com এর রিপোর্ট অনুযায়ী, ভারতের UPI লেনদেনের বাজারে Phonpe, Google Pay, Paytm সহ অন্যান্য বেসরকারি সংস্থাগুলিকে টক্কর দিতে BSNL Pay নামক একটি UPI পেমেন্ট অ্যাপ/ মাধ্যম চালু করতে চলেছে ভারত সঞ্চার নিগম লিমিটেড। ইতিমধ্যেই হয়ে গিয়েছে ঘোষণাও।
দীপাবলিতেই চালু হবে BSNL Pay!
দেশের UPI সেক্টরে বেসরকারি সংস্থাগুলির সাথে টেক্কা দিতে দীর্ঘদিন ধরেই নতুন একটি UPI অ্যাপ চালু করার কথা ভাবছিল কেন্দ্র। সেই ভাবনারই ফল এই BSNL Pay। ইতিমধ্যেই দেশের সরকারি টেলিকম নেটওয়ার্ক সংস্থাটি তাদের নতুন UPI মাধ্যমটির কথা ঘোষণা করে দিয়েছে।
কিন্তু কবে থেকে এটি পাকাপাকিভাবে ভারতের বাজারে লঞ্চ করা হবে সে সংক্রান্ত কোনও তথ্য দেয়নি সরকারি সংস্থা। যদিও বেশ কিছু রিপোর্ট দাবি করছে, চলতি বছরের দীপাবলিতেই লঞ্চ হতে পারে ভারত সরকারের UPI মাধ্যম BSNL Pay।
অবশ্যই পড়ুন: জাতীয় দলে উপেক্ষা নয়? এই কারণেই ক্রিকেট থেকে অবসর নিয়েছেন পুজারা, জানালেন নিজেই
কোনও আলাদা অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন নেই
ভারতের সরকারি টেলিকম নেটওয়ার্ক সংস্থা জানায়, শীঘ্রই ভারতের বাজারে চালু হতে যাওয়া BSNL Pay ব্যবহার করার জন্য আলাদাভাবে অনলাইন স্টোর বা প্লে স্টোর থেকে কোনও অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন নেই। জানা যাচ্ছে, BSNL Selfcare অ্যাপেই BSNL Pay এর পরিষেবা পেয়ে যাবেন গ্রাহকরা। শুধু তাই নয়, BHIM UPI এর সাথে অংশীদারিত্বে ভারতের বাজারে আসতে চলেছে এই নয়া UPI পেমেন্ট ব্যবস্থাটি। সংস্থাটি আশা করছে, BSNL Pay আগামী দিনে ভারতের UPI সেক্টরে বেসরকারি সংস্থাগুলির বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে।