সৌভিক মুখার্জী, কলকাতা: দেশ-বিদেশ, রাজ্যে-রাজনীতি, প্রযুক্তির জগৎ কিংবা বিনোদন, আজ অর্থাৎ ২৯ আগস্ট কোথায় কী ঘটল? আমরা India Hood-এর তরফ থেকে নিয়ে এসেছি আজকের সেরা দশ খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছু। বন্ধ ব্লু লাইন মেট্রো, তৃণমূল কর্মীকে খুন, SSC-র অযোগ্যদের তালিকা প্রকাশ, সবই রয়েছে আজকের প্রতিবেদনে। চলুন একে একে দেখে নেওয়া যাক।
১০) আরজি কর মামলায় অতিন ঘোষের বাড়ি অভিযান করল সিবিআই
আরজি কর হাসপাতালে দুর্নীতি মামলায় এবার কলকাতার ডেপুটি মেয়র ও কাশীপুর-বেলগাছিয়ার বিধায়ক অতিন ঘোষের বাড়িতে সিবিআই অভিযান করল। হ্যাঁ, শুক্রবার দুপুরবেলা শ্যামবাজারের বাড়িতে পৌঁছয় তদন্তকারীরা এবং তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। আরজি কর কেলেঙ্কারিতে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষসহ আরও পাঁচজনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। এমনকি সেই মামলা বর্তমানে বিচারাধীন। সূত্র মারফৎ খবর, রোগী কল্যাণ সমিতির বৈঠকে একাধিক সিদ্ধান্তে দুর্নীতির যোগসূত্রেই অতিনের নাম উঠে আসে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) আগামী রবিবার ৭ ঘন্টা বন্ধ মেট্রোর ব্লু লাইন পরিষেবা
কলকাতা মেট্রোর ব্লু লাইনের যাত্রীরা বিরাট বিপদে পড়তে চলেছে। কারণ নিউ গড়িয়া স্টেশনের পিলারে ফাটল ধরা পড়ায় শহীদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তমকুমার পর্যন্ত পরিষেবা বন্ধ থাকবে আগামী শনিবার রাত ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত। বিকাল ৪টা থেকে মহানায়ক উত্তমকুমার ও দক্ষিণেশ্বর রুটে চালু হবে মেট্রো। উল্লেখ্য, ঐদিন পাবলিক সার্ভিস কমিশনের মিসলেনিয়াস পরীক্ষা থাকায় যাত্রীসহ পরীক্ষার্থীরা ভোগান্তিতে পড়বে, তা বলা যায়। তবে বিকল্প ব্যবস্থা হিসেবে মহানায়ক উত্তম কুমার ও দক্ষিণেশ্বর রুটে সকাল ৭টা থেকে বিশেষ ট্রেন এবং গ্রীন লাইনে সকাল ৮টা থেকে পরিষেবা দেওয়ার ঘোষণা করেছে মেট্রো কর্তৃপক্ষ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) দূর্গাপুরে বড়সড় ডাকাতের দল ধরল পুলিশ
দুর্গাপুরের কাঁকসায় পুলিশের তৎপরতায় ভয়াবহ এক ডাকাতির ছক বানচাল হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে বামনআরা শিল্প তালুকের জঙ্গলে হানা দিয়ে ছয়জন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের কাছ থেকে দড়িসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে। তবে পুলিশ ধারণা করছে, এই দলের সঙ্গে আরো কয়েকজন জড়িত ছিল, যারা ঘটনাস্থল থেকেই পালিয়ে গিয়েছে। ধৃতরা পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার বাসিন্দা। বৃহস্পতিবার তাদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) উত্তরাখণ্ডে হড়পা বানে বহু ক্ষয়ক্ষতি, প্রাণহানি
উত্তরাখন্ডে প্রবল বর্ষণের জেরে চামোলি ও রুদ্রপ্রয়াগে হঠাৎ হড়পা বান হওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হ্যাঁ, বহু পরিবার ধ্বংসস্তূপের নীচে আটকা পড়েছে বলে খবর পাওয়া গিয়েছে। এমনকি প্রাণহানীর আশঙ্কা দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি প্রশাসনকে জরুরী উদ্ধারের নির্দেশ দিয়েছে। চামোলিতে বর্তমানে দুজন নিখোঁজ এবং বহু পশু-পাখিও মারা গিয়েছে। টানা বৃষ্টিতে অলকানন্দা ও মন্দাকিনী নদীর জলস্তর একেবারেই বিপদসীমা ছাড়িয়ে গিয়েছে। সাধারণ মানুষকে সতর্কবার্তাও জারি করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) বাসে হিন্দিতে ‘জয় শ্রীরাম’ লেখা ঢাকা নিয়ে চরম চাঞ্চল্য
দুর্গাপুরে বাসে হিন্দিতে লেখা “জয় শ্রীরাম” ঢাকা দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক অশান্তি ছড়িয়ে পড়েছে। বাংলা পক্ষের সদস্যরা মিনিবাসের লেখাটি কাগজ দিয়ে ঢেকে দিলে সেই ভিডিও ভাইরাল হয়ে যায় এবং বিশ্ব হিন্দু পরিষদ বিক্ষোভে নামে। বৃহস্পতিবার দুর্গাপুর থানায় ঘেরাও কর্মসূচি চলাকালীন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে। বহু বিজেপি নেতা সেখানে উপস্থিত ছিলেন। বিক্ষোভকারীরা বাংলা পক্ষ সদস্যদের গ্রেফতারের দাবি তুলেছেন। এমনকি বিশ্ব হিন্দু পরিষদের আসানসোল জেলার সভাপতি অভিযোগ করছেন যে, এটি সনাতনের ধর্মকে আঘাত। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) মহিলা বাম নেত্রীকে অশালীন প্রস্তাব SFI নেতার
দুর্গাপুরের এক মহিলা বাম নেত্রী গুরুতর অভিযোগ তুলেছেন যে, এসএফআই রাজ্য কমিটির এক সদস্য তাকে একাধিকবার অশালীন প্রস্তাব দিয়েছে। অভিযোগ উঠছে, অভিযুক্ত যুবক নাকি তাকে মদ্যপান করতে ডাকেন, দমদম ক্যান্টনমেন্টের ফাঁকা ফ্ল্যাটে আমন্ত্রণ জানিয়েছেন, এমনকি একা কোথাও থাকার প্রস্তাবও দিয়েছিলেন। ওই নেত্রী দাবি করছে, জেলার নেতাদের জানালেও কোনোরকম পদক্ষেপ নেওয়া হয়নি। কারণ অভিযুক্ত সংগঠনের পরিচিত মুখ। তাই তিনি শীর্ষ নেতৃত্বকে লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) তৃণমূল কর্মীকে লোহার রড দিয়ে মেরে খুন
কোচবিহারের মাথাভাঙ্গায় তৃণমূল কর্মী সঞ্জয় বর্মন (৩৭) লোহার রডের আঘাতে খুন হয়েছেন। বৃহস্পতিবার রাত্রিবেলা জোরপাটক গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে অজয় বর্মন এবং মন্টু বর্মনের মধ্যে ঝামেলা বাঁধে। তাঁদের বচসা মেটাতে গিয়েই তিনি আক্রান্ত হয়েছেন বলে খবর। তাকে মারধর করে ফেলে দেওয়া হয়। ফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তৃণমূলের স্থানীয় নেতারা দাবি করছে যে, এটি পরিকল্পিত খুন। যদিও পঞ্চায়েত প্রধান বলেছেন, অভিযুক্তরা দুষ্কৃতি। তাদের মধ্যে কোনো রাজনৈতিক সংযোগ নেই। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) ২৫% শুল্ক না তুললে আর হবে না বাণিজ্য চুক্তি
ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, যতদিন না পর্যন্ত আমেরিকা ভারতের উপর আরোপিত অতিরিক্ত ২৫% শুল্ক প্রত্যাহার করছে, ততদিন কোনোরকম বাণিজ্য চুক্তি করবে না। ২৫ আগস্ট দিল্লিতে নির্ধারিত বৈঠক ট্রাম্প বাতিল করে দিয়েছিলেন। কারণ হিসেবে রাশিয়া থেকে ভারতের তেল আমদানিকে উল্লেখ করেন তিনি। ৬ আগস্ট ট্রাম্প রুশ তেলের উপর শুল্ক ঘোষণা করেছিলেন। কেন্দ্র জানিয়েছিল, শুল্ক সমস্যার সমাধান না হলে রপ্তানিকারকরা কোনোরকম সুবিধা পাবে না। কৃষি, আইটি, ওষুধ বা জ্বালানির কাছে দীর্ঘদিন ধরে শুল্ক বাধা হয়ে দাঁড়াচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) অমিত শাহের মাথা কেটে রাখতে বললেন মহুয়া মিত্র
তৃণমূল সাংসদ মহুয়া মিত্র বিস্ফোরক মন্তব্য করে বসলেন। হ্যাঁ তিনি বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সীমান্ত সুরক্ষায় ব্যর্থ। তাই তাঁর মাথা কেটে টেবিলে রেখে দেওয়া উচিত। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি অভিযোগ করেছেন, বাংলাদেশি অনুপ্রবেশ বাড়ছে। জমি দখল হচ্ছে। এমনকি বিএসএফ বা স্বরাষ্ট্রমন্ত্রক কার্যকর ব্যবস্থা নিতে পারছে না। এই মন্তব্যকে ঘিরেই দেশজুড়ে ছড়িয়ে পড়েছে বিতর্ক। বিজেপি তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এটি তৃণমূল কংগ্রেসের হিংসাত্মক রাজনীতির প্রতিফলন এবং বাংলার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করছে তিনি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) আগামীকাল অযোগ্যদের তালিকা প্রকাশ করবে এসএসসি
এসএসসি সুপ্রিম কোর্টকে সাফ জানিয়ে দিয়েছে, শনিবারই প্রকাশ পাবে অযোগ্য প্রার্থীদের তালিকা। ২০১৬ সালে দুর্নীতিগ্রস্ত প্যানেল বাতিল হওয়ার পর প্রায় ২৫,৭৩৫ জনের চাকরি বাতিল হয়ে গিয়েছিল। আদালতের নির্দেশ অনুযায়ী, ৭ ও ১৪ সেপ্টেম্বর নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর নিয়োগের পরীক্ষা আয়োজন করতে হবে। আর সেখানে প্রায় পাঁচ লক্ষ প্রার্থী বসবে। আদালত স্পষ্ট করেছে যে, দুর্নীতিতে জড়িত বা দাগি ঘোষিত প্রার্থীদের পরীক্ষায় কোনোভাবেই বসতে দেওয়া হবে না। তবে এসএসসি জানিয়েছে, প্রায় ১৯০০ জন অযোগ্য হিসেবে চিহ্নিত এবং আগামীকাল অযোগ্যতার তালিকা প্রকাশিত হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন