সহেলি মিত্র, কলকাতাঃ দুর্গাপুজোর মুখে রেল যাত্রীদের জন্য রইল দারুণ সুখবর। শিয়ালদা শাখায় (Sealdah Division) একগুচ্ছ এসি লোকাল ট্রেন থেকে শুরু করে কিছু নন এসি লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এমনিতেই এখন জোরকদমে চলছে পুজোর কেনাকাটা। ফলে বিভিন্ন জেলা থেকে মানুষ আসছেন কলকাতায়। এবং শপিং শেষে বাড়ি ফেরার জন্য সেই ট্রেনের ওপরেই ভরসা করতে হচ্ছে সকলকে। সর্বোপরি এই গরমে যাতে আর কাউকে কষ্ট না করতে হয় সেটার জন্য ৪টি এসি লোকাল ট্রেন আগামীকাল ৫ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে শিয়ালদা বিভাগে।
শিয়ালদা বিভাগ থেকে চলবে ৪টি নতুন এসি লোকাল
এখন নিশ্চয়ই ভাবছেন যে কোন কোন রুটে এই চারটি এসি লোকাল ট্রেন চলবে? তাহলে জানিয়ে রাখি, আপ আর ডাউন মিলিয়ে মোট চারটে। ট্রেন চলবে। আগামী ৫ সেপ্টেম্বর থেকে এসি লোকালে যাতায়াত করতে পারবেন রানাঘাট-বনগাঁ-শিয়ালদহ ও শিয়ালদহ-কৃষ্ণনগর শাখার যাত্রীরাও।
এমনিতে তো রানাঘাট-শিয়ালদা-রানাঘাট রুটে একটি এসি লোকাল চলছে। আপ-ডাউন মিলিয়ে মোট ২টি ট্রেন চলছে। অর্থাৎ সব হিসেব করলে আগামী ৫ সেপ্টেম্বর থেকে ৬টি এসি লোকাল (আপ-ডাউন) ট্রেনে ওঠার সুযোগ পাবেন যাত্রীরা।
জানুন রুট
রানাঘাট-বনগাঁ-শিয়ালদহ এসি লোকাল ট্রেনটি বিমান যাত্রীদের জন্য উপকারী হবে কারণ যাত্রীরা নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি অবস্থিত দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে উঠতে বা নামতে পারবেন বলে জানিয়েছেন এক কর্মকর্তা। অপরদিকে যারা দীর্ঘদিন ধরে মায়াপুর-ইস্কন যাওয়ার পরিকল্পনা করে তাঁদের জন্য রয়েছে সুখবর। নতুন শিয়ালদহ-কৃষ্ণনগর এসি ইএমইউ পরিষেবা মায়াপুর ইসকন মন্দিরে যাওয়া বা আসা পর্যটকদের জন্য ঝামেলামুক্ত এবং আরামদায়ক ভ্রমণ প্রদান করবে বলে মনে করা হচ্ছে।
প্রথম নতুন পরিষেবাটি রানাঘাট-বনগাঁ-শিয়ালদহ করিডোরে চলবে। রানাঘাট থেকে সকাল ৭:১১ মিনিটে এবং বনগাঁ থেকে সকাল ৭:৫২ মিনিটে ছেড়ে শিয়ালদহ পৌঁছাবে সকাল ৯:৩৭ মিনিটে। ফিরতি যাত্রায়, এটি শিয়ালদহ থেকে সন্ধ্যা ৬:১৪ মিনিটে ছেড়ে বনগাঁ পৌঁছাবে রাত ৮:০৪ মিনিটে এবং রানাঘাটে রাত ৮:৪১ মিনিটে শেষ হবে। শিয়ালদহ থেকে বিধাননগর রোড বা দমদমের মধ্যে ভাড়া ৩৫ টাকা, বনগাঁর জন্য ১২০ টাকা এবং রানাঘাট পর্যন্ত ১৫০ টাকা গুনতে হবে। শিয়ালদহ থেকে যাত্রা করে বিধাননগর ও দমদম স্টেশনে প্রথমে এই ট্রেন থামবে। তারপর দমদম ক্যান্টনমেন্ট, মধ্যমগ্রাম, বারাসত, দত্তপুকুর, হাবরা, গোবরডাঙা, ঠাকুরনগর স্টেশনে যাত্রীদের ওঠানামার জন্য দাঁড়াবে।
আরও পড়ুনঃ ভারতে দ্বিতীয়! আলিপুরদুয়ারে খুলল গ্লাস টাওয়ার, উঠলেই দেখা যাবে গোটা ডুয়ার্স
দ্বিতীয় এসি লোকালটি শিয়ালদহ এবং কৃষ্ণনগর সিটি জংশনের সাথে সংযোগ স্থাপন করবে। এটি শিয়ালদহ থেকে সকাল ৯:৪৮ মিনিটে ছেড়ে দুপুর ১২:০৭ মিনিটে কৃষ্ণনগরে পৌঁছাবে, অন্যদিকে ফিরতি পরিষেবাটি কৃষ্ণনগর থেকে দুপুর ১:৩০ মিনিটে ছেড়ে শিয়ালদহে পৌঁছাবে বিকেল ৩:৪০ মিনিটে।
বাড়ছে লোকাল ট্রেনের সংখ্যাও
রিপোর্ট অনুযায়ী,, নন এসি লোকাল ট্রেনের সংখ্যাও পুজোর মাসে বাড়তে চলেছে। যেমন বিধাননগর-কল্যাণী, কল্যাণী-শিয়ালদহ লাইনে একটি করে, আর বারাসত-হাসনাবাদ শাখায় আরও একজোড়া লোকাল ট্রেন চলবে।