সহেলি মিত্র, কলকাতা: সকল অপেক্ষার অবসান ঘটিয়ে চলতি মাসেই শিয়ালদা-রাণাঘাট রুটে ছুটবে প্রথম এসি লোকাল (AC Local) ট্রেন। তবে তার আগে আরও বড় সুখবর রইল বাংলার সাধারণ রেল যাত্রীদের জন্য। আজ শনিবার কেন্দ্রীয় রেল মন্ত্রকের তরফে বড় ঘোষণা করা হয়েছে। বাংলার এক দীর্ঘ প্রতীক্ষিত লাইনের জন্য অনুমোদন দিল সরকার। নিশ্চয়ই ভাবছেন কোন লাইন? তাহলে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
বড় ঘোষণা কেন্দ্রের
রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের রেল অবকাঠামো উন্নতির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে, রাণাঘাট এবং কৃষ্ণনগর সিটির মধ্যে তৃতীয় লাইনের (Ranaghat Third Line) অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে লাভবান হবেন যাত্রীরা। কমবে যানজট। মূলত যাত্রী ও পণ্য পরিবহণের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জন্য জন্য সম্ভাব্য খরচ ধরা হয়েছে প্রায় ৪৭৪ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবর্ষে মাল্টি-ট্র্যাকিং, ফ্লাইওভার এবং বাইপাস লাইনের সমন্বিত প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে।
বর্তমানে রানাঘাট-কৃষনগর শাখায় দু’টি লাইনে ট্রেন চলাচল করছে। এই রেল শাখাটি আবার লালগোলা-কৃষ্ণনগর শাখারও গুরুত্বপূর্ণ অংশ। রেল সূত্রে জানা গিয়েছে, যাত্রী পরিবহণ ছাড়াও বিপুল পরিমাণ পণ্যবাহী ট্রেন চলাচল করে এই পথে। আবার, রানাঘাট স্টেশন হয়ে কলকাতা-গেদে শাখায় চলছে বাংলাদেশের ট্রেন। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রেও তাই এই শাখা বিশেষ গুরুত্বপূর্ণ। পূর্ব রেল সূত্রে আরও জানা গিয়েছে, গেদে-দর্শনা সীমান্ত দিয়ে বাংলাদেশে অতিরিক্ত পণ্য রফতানির সুযোগ তৈরি হওয়ায় এই রুটে পণ্যবাহী ট্রেনের সংখ্যা আরও বাড়বে।
শিয়ালদা-রাণাঘাট রুটে ছুটবে AC লোকাল ট্রেন
অন্যদিকে সবকিছু ঠিকঠাক থাকলে ১০ আগস্ট উদ্বোধন করা হতে পারে শিয়ালদা ডিভিশনের প্রথম এসি লোকাল ট্রেন। আর এই উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পারেন দুই কেন্দ্রীয় মন্ত্রী। TV9 বাংলার রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এই এসি লোকাল ট্রেনকে সবুজ পতাকা দেখাতে পারেন।
কোন রুটে ছুটবে এই ট্রেন?
সবার মনে এখন একটাই প্রশ্ন ঠিক কোন রুটে বাংলার প্রথম এসি লোকাল ট্রেন ছুটবে? সূত্রের খবর, শিয়ালদা থেকে রাণাঘাট রুটে ছুটবে এই লোকাল ট্রেনটি। এই লোকাল ট্রেনটি ১২ কোচের হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই পূর্ব রেলওয়ের শিয়ালদহ ডিভিশন তাদের প্রথম এসি ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (EMU) রেক পেয়েছে। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (ICF) তে তৈরি ১২ কোচের সাদা-নীল রেকটি এসে হাজির হয়েছে বাংলায়।
ভাড়া সম্পর্কে বললে, পূর্ব রেলওয়ে অনুসারে, ১০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য মূল ভাড়া হবে ২৯ টাকা এবং ১১-১৫ কিলোমিটার ভ্রমণের জন্য ৩৭ টাকা। দুটি স্ল্যাবের জন্য মাসিক সিজন টিকিটের (এমএসটি) হার যথাক্রমে ৫৯০ টাকা এবং ৭৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।