সৌভিক মুখার্জী, কলকাতা: ইসলাম প্রচারক জাকির নায়েক (Zakir Naik) নাকি এইডস রোগে আক্রান্ত! হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এরকম খবর। নেট নাগরিকদের মধ্যে মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। কেউ কেউ দাবি করতে থাকে, তিনি নাকি মালয়েশিয়ায় চিকিৎসাধীন। তবে তারই মাঝে মুখ খুললেন স্বয়ং জাকির নায়েক। তিনি জানিয়েছেন, তাঁর স্বাস্থ্যের কোনওরকম সমস্যা নেই, বরং সমস্ত খবর ভুয়ো এবং পরিকল্পিত।
গুজবকে নস্যাৎ করলেন জাকির নায়েক
সম্প্রতি মালয়েশিয়ার সংবাদমাধ্যম Free Malaysia Today-কে দেওয়া একটি সাক্ষাৎকারে জাকির নায়েক বলেছেন, আমার অসুস্থতা নিয়ে যে গুজব রটানো হচ্ছে, তা সম্পূর্ণ ভুয়ো। আমার স্বাস্থ্য নিয়ে কোনও চিন্তার কারণ নেই। এটি সম্পূর্ণ ঘৃণা ছড়ানোর চেষ্টা। তিনি আরও জানিয়েছেন, তাঁর জনপ্রিয়তার কারণেই উদ্দেশ্য প্রণোদিতভাবে এরকম ভুয়ো খবর ছড়ানো হচ্ছে।
ওদিকে জাকির নায়েকের আইনজীবী আকবর উদ্দিন এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, যারা এই ধরনের ভুয়ো তথ্য ছড়াচ্ছে, তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। তিনি দাবি করেছেন, সম্প্রতি যখন তিনি নায়েকের সঙ্গে সাক্ষাৎ করেছেন, তখন তাঁর শারীরিক অবস্থা সম্পূর্ণ ফিট ছিল।
🚨 Azaad Fact Check has identified the spread of disinformation by an India-based X handle claiming that Islamic cleric Dr. Zakir Naik and his family have been diagnosed as HIV positive.
This is completely false and fabricated news. Dr. Zakir Naik and his family are healthy and… https://t.co/tdwMmqgQk0 pic.twitter.com/VezwYQmB96— Azaad Fact Check (@azaadfactcheck) September 9, 2025
কে এই জাকির নায়েক?
বলে দিই, জাকির নায়েক নিজেকে শান্তির দূত এবং ইসলাম ধর্মের প্রচারক হিসেবেই পরিচয় দেন। তবে ভারতে তাঁর পরিচিতি সম্পূর্ণ আলাদা। তিনি বর্তমানে ভারতের অন্যতম ক্রিমিনালের তালিকাভুক্ত ব্যক্তি। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। যেমন উস্কানিমূলক ভাষণ, অর্থপাচার এবং সন্ত্রাসবাদের পিছনে হাত রাখার মতো গুরুতর মামলা।
আরও পড়ুনঃ স্বামী নারায়ণ মন্দির থেকে লন্ডন ব্রিজ থিম হুগলির জিরাটে! দুপুর তিনটের পর নো এন্ট্রি
সে কারণেই 2017 সালে তিনি ভারত ছেড়ে মালয়েশিয়ায় পালিয়ে যান। আর সেই সময় থেকেই তিনি সেখানে বসবাস করছেন। ভারতীয় সংস্থা এনআইএ এবং ইডি ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে বলে খবর। ফলে তাঁর নামে বিতর্ক নতুন কিছু নয়। তবে তাঁর শারীরিক অবস্থা নিয়ে যে বিতর্ক ছড়িয়েছে, তা সম্পূর্ণ গুজব এবং ভুয়ো।