বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগের ভবিষ্যৎ অনিশ্চিত। এদিকে গতকালই এশিয়ান কাপে বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশের কাছে 1-0 গোলে হেরেছে ভারত। সবমিলিয়ে দেশের ফুটবল কার্যত অন্ধকারে। আর ঠিক সেই আবহে, মঙ্গলবার ISL ক্লাবগুলির সাথে দ্বিতীয় দফার বৈঠক (AIFF Meeting) হয় সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের। তবে সেখানেও ISL নিয়ে বেরোলো কোনও সমাধান সূত্র। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, গত বৈঠকের মতো এদিনও ফেডারেশনের বৈঠকে অংশ নিলনা কলকাতা ময়দানের দুই প্রধান মোহনবাগান এবং ইস্টবেঙ্গল।
দুই প্রধানের পথেই হেঁটেছে ওড়িশা?
ইন্ডিয়ান সুপার লিগের জন্য FSDL সহ কোনও সংস্থাই জমা দেয়নি দরপত্র। যার ফলে প্রাক্তন বিচারপতি এল নাগেশ্বর রাও একটি বিশেষ রিপোর্ট জমা দিয়েছেন। মূলত তা নিয়েই আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার শুনানি হওয়ার কথা। আর তার আগে মঙ্গলবার নয়া দিল্লির ফুটবল হাউজে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন কর্তাদের সাথে ISL ক্লাবগুলির চিফ এক্সিকিউটিভ অফিসারদের একটি দ্বিতীয় দফার বৈঠক হয়। তবে সেই বৈঠকে অংশ নিল না কলকাতা ময়দানের দুই প্রধান। উল্লেখযোগ্য বিষয়, এদিন ওড়িশা এফসির কর্তাও বৈঠকে যোগ দেননি।
না বললেই নয়, গতকাল ফেডারেশন কর্তাদের সাথে বৈঠকে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের অনুপস্থিতি বুঝিয়ে দিয়েছে, ফেডারেশনের প্রতিটি কাজ কর্মের প্রতি তারা কতটা অসন্তুষ্ট এবং AIFF এ ভরসা নেই তাদের। এমতাবস্থায়, ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে ঘোর অনিশ্চয়তার মাঝে এখন সুপ্রিম কোর্টের রায়ের দিকেই তাকিয়ে রয়েছে সব পক্ষ। এ প্রসঙ্গে ফেডারেশন কর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট কী তাই দেয় সেই অপেক্ষায় রয়েছি।
অবশ্যই পড়ুন: বিরাট কোহলিদের স্বপ্নের RCB-র নতুন মালিক হচ্ছে KGF, সালার ছবির নির্মাতা সংস্থা
উল্লেখ্য, শেষবারের মতো প্রাক্তন বিচারপতি এল নাগেশ্বর রাও ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে রিপোর্ট জমা দেওয়ার পর 12 নভেম্বর দুদফায় ISL এর চিফ এক্সিকিউটিভ অফিসার এবং ফেডারেশন কর্তারা একটি ভার্চুয়াল বৈঠক সারেন। অবাক করা বিষয়, সেদিনের বৈঠকেও উপস্থিত ছিলেন না মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দলের CEO রা।