সৌভিক মুখার্জী, কলকাতা: Apple মানেই চমক! আর এবার সেই চমকের সঙ্গে জুড়ল এক বাঙালির নাম। সদ্য লঞ্চ হওয়া iPhone Air, যাকে অ্যাপল সবথেকে পাতলা ফোন বলে দাবি করছে, তার পিছনে রয়েছে বাংলাদেশী বংশোদ্ভূত এক তরুণ ডিজাইনার আবিদুর চৌধুরীর হাত!
ভবিষ্যতের iPhone
সম্প্রতি অ্যাপেলের ইভেন্টে যখন নতুন iPhone Air লঞ্চ হয়, তখন সবার নজর কাড়ে মডেলটির পাতলা গঠন। হ্যাঁ, আগের মডেলের তুলনায় প্রায় এক তৃতীয়াংশ কম পুরু এই ফোনটি। পাশাপাশি ফোনটিতে একটি মাত্র ক্যামেরা রয়েছে, তবুও সেটি টেলিফটো লেন্স এবং AI ব্যবহার করে ছবিকে আরো নিখুঁত করে তুলছে। এদিকে ছোট ব্যাটারি হলেও ব্যাটারি সেভিংস সফটওয়্যারের কারণে সারাদিন ব্যাকআপ দিতে পারবে। প্রসঙ্গত এক ভিডিও বার্তায় আবিদুর বলেছেন, আমরা এমন একটি iPhone বানাতে চেয়েছিলাম, যেটিকে হাতে ধরলেই মনে হবে যেন ভবিষ্যতের কোনও এক অংশ।
কে এই আবিদুর চৌধুরী?
বেশ কয়েকটি সূত্র খতিয়ে জানা গেল, আবিদুরের জন্ম এবং বেড়ে ওঠা লন্ডনে হলেও তাঁর মূল শিকড় বাংলাদেশে। বর্তমানে তিনি সান ফ্রান্সিসকোতে অ্যাপলের ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার হিসাবে কর্মরত। লফবারা ইউনিভার্সিটি থেকে প্রোডাক্ট ডিজাইন এবং টেকনোলজিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। এমনকি বিভিন্ন আন্তর্জাতিক মানের পুরস্কারও রয়েছে তাঁর ঝুলিতে।
Abidur Chowdhury, a Bangladeshi-Sylheti-born industrial designer who works on the Apple design team. He has won a total of six design awards mostly for his product, AER, including being the winner of a week long competition (2017) and selected (with 7 others) for a Bursary. pic.twitter.com/UVVxsDFtBF
— ধারা🌙🇧🇩 (@ProvatDhara_) September 10, 2025
পাশাপাশি তিনি লন্ডনের নামী ডিজাইন সংস্থা Cambridge Consultants ও Curventa থেকে ইন্টার্নশিপও করেন। এরপর লন্ডনের Layer Design-এ কাজ করেন এবং কিছুদিনের জন্য কনসালটেন্সিও চালান। অবশেষে 2019 সালের জানুয়ারি মাসে তিনি অ্যাপলে যোগ দেন।
কত টাকা বেতন পান তিনি?
অ্যাপেলের মতো বহুজাগতিক সংস্থায় একজন ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনারের বেতন নিয়ে কোনও কথা বলা লাগে না। জানা গিয়েছে, এই ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনারদের বেতন মূলত অভিজ্ঞতা ও কাজের জায়গার উপরে নির্ভর করে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদে তিনি প্রতি মাসে প্রায় 5 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত রোজগার করেন।
ভারতের বাজারে iPhone Air-এর দাম কত?
প্রসঙ্গত জানিয়ে রাখি, ভারতের নতুন আইফোনের 256GB ভ্যারিয়েন্টের দাম শুরু হচ্ছে 1,19,900 টাকা থেকে, 512GB ভ্যারিয়েন্ট কিনতে গেলে পড়বে 1,39,900 টাকা এবং 1TB ভ্যারিয়েন্ট কিনতে গেলে পড়বে 1,59,900 টাকা। উল্লেখ্য, আজ অর্থাৎ 12 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে প্রি বুকিং এবং 19 সেপ্টেম্বর থেকে বাজারে এই ফোন পাওয়া যাবে।