পার পাবে না চোর! শিয়ালদা স্টেশনে বসছে AI ক্যামেরা, খরচ ৪.৮০ কোটি
সৌভিক মুখার্জী, কলকাতা: বদলে যাচ্ছে শিয়ালদা স্টেশনের (Sealdah Station) ছবি। হ্যাঁ, এবার আর শুধুমাত্র নজরদারির উপর নির্ভর নয়, বরং প্রযুক্তির হাত ধরে আরো মজবুত হচ্ছে শিয়ালদা স্টেশন। প্রায় 4 কোটি 80 লক্ষ টাকা ব্যয় করে এবার নজিরবিহীন নিরাপত্তা প্রযুক্তি ফেসিয়াল রেকগনিশন সিস্টেম ইনস্টল হচ্ছে কলকাতার প্রাণভোমরা এই স্টেশনে। কেন এই ক্যামেরা? আসলে এই ক্যামেরাগুলি অন্যান্য … Read more