সাঁওতালদের গ্রামে শিক্ষার আলো জ্বালছেন আদিবাসী বধূ! মালতি মুর্মুর কাজে গর্বিত পুরুলিয়া
প্রীতি পোদ্দার, কলকাতা: সকাল হতেই পাঠশালা থেকে নামতা মুখস্তের আওয়াজ। আটের ঘরের নামতা মুখস্থ বলছে ক্লাস টু’র এক সাঁওতালি পড়ুয়া। পুরুলিয়ার (Purulia) বাঘমুন্ডি ব্লকের অযোধ্যা পাহাড়চূড়োর গ্রাম জিলিংসেরেঙ-এ এভাবেই চলছে মালতির বিনা পয়সার স্কুল। যেখানে সাঁওতালি, বাংলা মাধ্যমের স্কুলের একমাত্র শিক্ষক আদিবাসী বধূ মালতি মুর্মু। আর তাঁর হাত ধরেই শিক্ষার আলো জ্বলছে পাহাড়চূড়ার ওই পিছিয়ে … Read more