‘রাম, শ্যাম, যদু, মধু!’ হুগলিতে নিজেদের বিরুদ্ধেই লড়ছে বিজেপি
hooghly bjp শ্বেতা মিত্র, চুঁচুড়াঃ হুগলিতে (Hooghly) হাহাকার। না জেলার মানুষের হাহাকার নয়, বিজেপিতে হাহাকার। হুগলি সাংগঠনিক জেলায় তৃণমূল নয়, নিজেদের বিরুদ্ধেই লড়ছে বিজেপি। গত মঙ্গলবার হুগলির চুঁচুড়ার ঘড়ির মোড়ে বিজেপির পক্ষ থেকে একটি প্রতিবাদী সভার আয়োজন করা হয়েছিল। দুর্গাপুরে মেডিক্যাল পড়ুয়া ধর্ষণের ঘটনার প্রতিবাদেই সেই সভার আয়োজন করা হয়েছিল। আর সেখানে সরকারের বিরুদ্ধে প্রতিবাদী … Read more