দীপাবলিতে দেশে সবচেয়ে কম দূষণ কলকাতায়! শব্দবাজির দৌরাত্ম্যের মাঝে জানালেন নগরপাল
Kolkata প্রীতি পোদ্দার, কলকাতা: দীপাবলির রাতে রাজ্য জুড়ে যেন ধোঁয়ার বলয় তৈরি হয়েছিল। গ্যাস চেম্বারে পরিণত হয়েছিল এক একটা শহর। রীতিমত নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে গভীর রাত পর্যন্ত কলকাতায় (Kolkata) চলছিল শব্দবাজির তাণ্ডব। সঙ্গে দেদারে ফাটছিল মাইক। দমদম, নিউটাউন, যাদবপুর, পার্কস্ট্রিট, বিধাননগর— ভয়াবহ পরিস্থিতি ছিল সর্বত্র। আতঙ্কে ছিলেন শিশু, বৃদ্ধ এবং অসুস্থ মানুষেরা। কিন্তু এসবের … Read more