১৬০০ কোটি টাকা ব্যয়, বাংলায় এশিয়ার প্রথম ইউনিক ডিজাইনের ব্রিজ, জুড়বে ৩ জেলা
সহেলি মিত্র, কলকাতাঃ পশ্চিমবঙ্গবাসীর জন্য দারুণ সুখবর। এবার বাংলার বুকে এমন এক আধুনিক ব্রিজের নির্মাণ হচ্ছে যার দরুণ জুড়ে যাবে কলকাতা সহ বেশকিছু জেলা। সবথেকে বড় কথা, নদীয়া, হুগলী থেকে সুদূর কলকাতা বিমানবন্দর পৌঁছানো একদম জলভাতের সমান হবে। পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ উদ্যোগে দ্বিতীয় ঈশ্বরগুপ্ত সেতু তৈরি হচ্ছে। জানা গিয়েছে, এই সেতুটি কল্যাণী এক্সপ্রেসওয়ের মাধ্যমে হুগলির … Read more