বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেট বোর্ডের পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন? এমন প্রশ্নেই এখন তোলপাড় দেশের ক্রিকেট মহল। বোর্ডের নিয়ম অনুযায়ী, বয়স 70 বছর পেরিয়ে যাওয়ায় আর সভাপতির পদ ধরে রাখতে পারবেন না বিশ্বকাপ জয়ী রজার বিনি। কাজেই যত দ্রুত সম্ভব সিংহাসনের জন্য নতুন মুখ খুঁজতেই হবে বোর্ডকে। কিন্তু কে হবেন পরবর্তী প্রেসিডেন্ট?
বোর্ডের অন্দরে কান রাখলে জানা যাচ্ছে, রজার বিনির পর ভারতীয় ক্রিকেট দলের বড় মাপের কোনও তারকাকেই প্রেসিডেন্টের আসনের জন্য যোগ্য মনে করছে BCCI। আর সেই পথ ধরেই হয়তো বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডের পরবর্তী সভাপতি হতে পারেন ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। সূত্র বলে, স্বয়ং ICC চেয়ারম্যান জয় শাহ নাকি সচিনকে বোর্ড প্রেসিডেন্ট করতে মুখিয়ে।
কেন সচিনকেই বেছে নেবে বোর্ড?
আপাতত সূত্রের যা খবর, সেপ্টেম্বরের শেষের দিকেই লোধা আইন মেনে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচন। কেননা, জাতীয় ক্রীড়া আইনের নিয়ম ঠিক হতে এখনও বেশ খানিকটা সময় লেগে যাবে। এদিকে অতদিন অপেক্ষা করতে রাজি নয় BCCI। তাছাড়াও শোনা যাচ্ছে, ভারতের কোনও হেভিওয়েট ক্রিকেটারকেই বোর্ড প্রেসিডেন্ট করার চিন্তাভাবনা চলছে BCCI এর অভ্যন্তরীণ বৈঠকগুলিতে।
বেশ কয়েকটি বিশ্বস্ত সূত্র দাবি করছে, রজার বিনির আগে যেহেতু সৌরভ গাঙ্গুলি বোর্ড প্রেসিডেন্ট ছিলেন, তাই বিনির পর তেমনই কোনও বড় মাপের ব্যক্তি বা প্রাক্তন ক্রিকেটারকেই ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদে বসাতে চায় BCCI এর কমিটি। মূলত সেই কারণেই রজার বিনি সবচেয়ে যোগ্য বিকল্প হিসেবে স্বয়ং গড অফ ক্রিকেট বা সচিন তেন্ডুলকরের নামটা বারবার ঘোরাফেরা করছে ভারতীয় ক্রিকেট মহলের অন্দরে।
শুধু তাই নয়, শোনা যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান জয় শাহ নাকি সচিনের বোর্ড প্রেসিডেন্ট হওয়ার খবরে যথেষ্ট উচ্ছ্বসিত। সূত্রের দাবি, তিনি নিজেই নাকি ক্রিকেটের ঈশ্বরকে বড় দায়িত্ব নেওয়ার জন্য বোঝাবেন। সব মিলিয়ে সূত্রের খবর যদি সত্যি হয় তবে, ক্রিকেটের ভগবানকেই আগামী দিনে BCCI প্রেসিডেন্ট হিসেবে দেখতে পাওয়া যাবে।
অবশ্যই পড়ুন: পূজারা, অশ্বিনের পর আরেক ক্রিকেটারের সন্যাস! অবসর ঘোষণা অমিত মিশ্রর
আদৌ এমন প্রস্তাবে রাজি হবেন সচিন?
ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ার প্রস্তাবে সচিন তেন্ডুলকর রাজি হবেন কিনা তা নিয়ে যথেষ্ট ধোঁয়সা রয়েছে নানা মহলেই। কেউ কেউ বলছেন, হয়তো বোর্ডের এই বিশেষ দায়িত্বের জন্য না করে দেবেন গড অফ ক্রিকেট। নেপথ্যে যুক্তি হিসেবে তাঁদের বক্তব্য, ইতিমধ্যেই একাধিক বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত রয়েছেন তেন্ডুলকর। এদিকে বোর্ডের সভাপতি হতে গেলে কোনও সংস্থার বিজ্ঞাপনের সাথে যুক্ত থাকলে চলে না। কাজেই, শেষ পর্যন্ত সেই শর্ত মেনে সচিন বিশেষ প্রস্তাবে রাজি হন কিনা সেটাও দেখার বিষয়।