সৌভিক মুখার্জী, কলকাতা: গাড়ি কেনার সময় শুধুমাত্র ডিজাইন আর মাইলেজ দেখলেই হয় না, বরং নিরাপত্তার দিকে সবথেকে বেশি গুরুত্ব দিতে হয়। দুর্ঘটনা হলে প্রাণহানি বা বড় ধরনের আঘাত এড়ানোর জন্য সেফটি রেটেড গাড়ি (Best Safety Car) সবথেকে বড় ভূমিকা নেয়। আর এই কারণে Bharat NCAP এর ক্র্যাশ টেস্ট রেটিং এখন ক্রেতাদের কাছে সবথেকে বড় হাতিয়ার হয়ে উঠেছে।
সম্প্রতি নতুন Honda Amaze এর Bharat NCAP-এ 5 স্টার রেটিং পাওয়ার খবর প্রকাশ্যে আসতেই সাশ্রয়ী, নিরাপদ গাড়ির প্রতি মানুষের আগ্রহ কয়েকগুণ বেড়ে গিয়েছে। তাই আজকের প্রতিবেদনে আমরা জানাবো ভারতের বাজারে 10 লক্ষ টাকার কম দামে সেরা গাড়িগুলির তালিকা, যেগুলি Bharat NCAP-এ 5 স্টার সেফটি রেটিং পেয়েছে। বিস্তারিত জানতে প্রতিবেদনটি পড়ুন।
তৃতীয় প্রজন্মের Honda Amaze
রিপোর্ট বলছে, এই গাড়িটি AOP স্কোর পেয়েছে 28.33/32 এবং COP স্কোর পেয়েছে 40.81/49। এই গাড়িটির দাম মোটামুটি 7.41 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকার মধ্যে। Honda Amaze সম্প্রতি সেফটি Bharat NCAP টেস্টে 5 স্টার স্কোর করে কম্প্যাক্ট সেডানের বাজারে বিরাট চমক দিয়েছে। তাই কম দামে মজবুত ও সেফটি চাইলে এই গাড়িটি হতে পারে দারুণ বিকল্প।
Maruti Suzuki Dzire
রিপোর্ট বলছে, এই গাড়িটি AOP স্কোর পেয়েছে 29.46/32 এবং COP স্কোর পেয়েছে 41.57/49। এই গাড়িটি মোটামুটি 6.26 লক্ষ টাকা থেকে 9.31 লক্ষ টাকার মধ্যে পাওয়া যায়। Maruti Suzuki Dzire গাড়িটি সবসময় সেলস চ্যাটে শীর্ষস্থান থাকে। আর গাড়িটি এবার সেফটির দিক থেকে 5 স্টার রেটিং নিয়ে ভরসার জায়গা করে নিয়েছে।
Tata Nexon
Tata Nexon গাড়িটির AOP স্কোর 29.86/32 এবং COP স্কোর 44.95/49। জানা যাচ্ছে, এই গাড়িটির দাম মাত্র 7.32 লক্ষ টাকা থেকে শুরু হয়। পাশাপাশি টাটা মোটরসের এই SUV বহুদিন ধরেই নিরাপত্তার জন্য শীর্ষস্থানে রয়েছে। Bharat NCAP এর 5 স্টার সাফল্য Tata Nexon গাড়িকে আরও জনপ্রিয়তা শিখরে পৌঁছে দিয়েছে।
Kia Syros (Citros)
জানা যাচ্ছে, এই গাড়িটির AOP স্কোর 30.21/32 এবং COP স্কোর 44.42/49। এই গাড়িটির দাম 8.67 লক্ষ টাকা থেকে শুরু হয়। এক কথায়, মধ্যবিত্তের বাজেটের সেরা গাড়ি এটি। এই SUV কোরিয়ান ব্র্যান্ডের লাইনে অন্যতম শক্তিশালী নিরাপদ মডেল তা বলা যায়।
Skoda Kylaq
Skoda Kylaq এর AOP স্কোর 30.88/32 এবং COP স্কোর 45/49। এই গাড়িটির দাম শুরু হয় মাত্র 7.55 লক্ষ টাকা থেকে। দেশের এই সাব কম্প্যাক্ট SUV এখন দেশের সবথেকে নিরাপদ গাড়ির তকমা অর্জন করেছে। কারণ, এই গাড়িটিও 5 স্টার রেটিং পেয়েছে। তাই যারা বাজেটের মধ্যে ভালো গাড়ি কিনতে চাইছেন, তাদের জন্য এটি দারুণ বিকল্প।
Tata Altroz
এই গাড়িটির AOP স্কোর 29.65/32 এবং COP স্কোর 44.90/49। গাড়িটি 6.90 লক্ষ টাকা থেকে 10.51 লক্ষ টাকার মধ্যে পাওয়া যায়। তাই বাজেটের মধ্যে সেরা গাড়ি এটি। হ্যাচব্যাক সেগমেন্টের মধ্যে নিরাপত্তা বলতে Tata Altroz এর নাম সবথেকে আগে আসে। আর Bharat NCAP-এ এবার 5 স্টার রেটিং গাড়িটির ভরসা আরও বাড়িয়েছে।
আরও পড়ুন: প্রাথমিকে ৩২ হাজার শিক্ষকের চাকরি বহাল, তবে …! বড় রায় কলকাতা হাইকোর্টের
Mahindra XUV 3XO
শক্তিশালী বিল কোয়ালিটির জন্য মাহিন্দ্রা গাড়িগুলি সবথেকে জনপ্রিয়। সেই দিক থেকে Mahindra XUV 3XO গাড়িটির AOP স্কোর 13.36/16 এবং COP স্কোর 43/49। এই গাড়িটি দাম শুরু হয় মাত্র 7.28 লক্ষ টাকা থেকে। তাই বাজেটের মধ্যে যারা গাড়ি কিনতে চাইছেন, তাদের জন্য এটিও হতে পারে দারুণ বিকল্প।