বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেষবারের মতো তিন বছর আগে CAB প্রেসিডেন্ট পদে দাঁড়াবেন জানিয়েও দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে সেই জায়গাটা ছেড়ে দিয়েছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
তবে এবার আর ভিন্ন চিন্তা নেই দাদার। মঙ্গলবার ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক শেষ করে বেরিয়ে আসার সময় সাংবাদিকদের স্পষ্ট জানিয়ে দিলেন, আমি এবার CAB প্রেসিডেন্ট পদে দাঁড়াচ্ছি। অর্থাৎ বেঙ্গল ক্রিকেটের প্রেসিডেন্ট পদের জন্য এ বছর নির্বাচন লড়বেন গাঙ্গুলি।
কার বিরুদ্ধে লড়তে হবে মহারাজকে?
শেষমেষ CAB প্রেসিডেন্টের পদ পেতে নির্বাচন লড়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন সৌরভ গাঙ্গুলি। আসন্ন 20 সেপ্টেম্বর নির্বাচন। কিন্তু প্রশ্ন থেকে যায়, সৌরভের বিপক্ষে প্রেসিডেন্ট পদের প্রার্থী হিসেবে কে দাঁড়াবেন?
আপাতত সূত্রের যা খবর, এখনও পর্যন্ত বেঙ্গল ক্রিকেটের প্রেসিডেন্ট পদের জন্য গাঙ্গুলির প্রতিপক্ষ ঠিক হয়নি। তবে খুব শীঘ্রই বিরোধী প্রার্থীর নাম প্রকাশ্যে আসবে। আর এসবের মাঝেই একটা বিষয় খুব পরিষ্কার। তা হল, আর যাই হোক স্নেহাশিস আর প্রেসিডেন্ট হচ্ছেন না।
অবশ্যই পড়ুন: মৃত মায়ের অ্যাকাউন্টে ঢুকল ১.১৩ কোটি টাকা, মাথায় হাত ১৯ বছরের ছেলের!
উল্লেখ্য, 2015 থেকে 2019 সাল পর্যন্ত ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রেসিডেন্ট ছিলেন সৌরভ গাঙ্গুলি। তবে পরবর্তীতে 2019 থেকে 2022 সাল পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের দায়িত্ব সামলেছেন তিনি।
যদিও আপাতত ঘাড়ে বিশেষ কোনও বড় দায়িত্ব না থাকার কারণেই CAB প্রেসিডেন্ট পদের জন্য লড়বেন সৌরভ, এমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ। তবে শেষ পর্যন্ত সেই পদ সৌরভের হাতে যাবে কিনা তা জানা যাবে সময়ের সাথে সাথে। এদিকে CAB-র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন যুবরাজ সিংহ এবং হরভজন সিং। আগামী 30 আগস্ট হবে এই অনুষ্ঠান।