Campa-র পর আরও এক FMCG সংস্থা অধিগ্রহণের পথে আম্বানির রিলায়েন্স!

Reliance FMCG Business

সৌভিক মুখার্জী, কলকাতা: FMCG ব্যবসায় আবারও সম্প্রসারণের পথে হাঁটল মুকেশ আম্বানির রিলায়েন্স (Reliance FMCG Business)। সূত্র মারফৎ খবর, চেন্নাইভিত্তিক খাদ্য সংস্থা Udhayam Agro Foods-এ এবার সংখ্যাগরিষ্ঠ অংশীদারিত্ব কেনার জন্য আলোচনা চালাচ্ছে রিলায়েন্স কনসিউমার প্রোডাক্ট। প্রায় ৬৬৮ কোটি টাকা মূল্যের এই সংস্থাটি মশলা, স্ন্যাকস এবং রেডি-টু-ইট ব্রেকফাস্ট মিক্স তৈরি করে থাকে। আর এই সিদ্ধান্ত চূড়ান্ত হলে দক্ষিণ ভারতের খাদ্যবাজারে বিরাট প্রভাব পড়বে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

হতে পারে Campa-র মতোই চুক্তি

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই অধিগ্রহণটি Campa সফট ড্রিঙ্কস ও Velvet শ্যাম্পুর মতোই মাঝারি আকারের ডিল হতে চলেছে। তবে রিলায়েন্সের কৌশল স্পষ্ট। আগে আঞ্চলিক বাজারে নিজেদের স্থান পাকাপোক্ত করা, তারপরে ধাপে ধাপে গোটা দেশে ব্রান্ড বিস্তার করা। Udhayam Agro Foods বর্তমানে দক্ষিণ ভারতের Tata Consumer Products, iD Fresh Foods এবং MTR এর মতো সংস্থাগুলির সঙ্গে প্রতিযোগিতা করছে। আর এই অধিগ্রহণের ফলে টাটা গ্রুপের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামবে রিলায়েন্স।

জানা গিয়েছে, Udhayam Agro Foods এর প্রোমোটার এস সুদাকর এবং এস দিনকর সংস্থার সঙ্গে যুক্ত থাকবেন। কিন্তু হ্যাঁ, তাঁরা শুধুমাত্র সংখ্যালঘু অংশীদার হিসেবেই থাকবেন। আর উল্লেখ করার বিষয়, Udhayam Agro Foods এর মূল সংস্থা Sri Lakshmi Agro Foods চলতি বছরের জুলাই মাসে এটিকে আনলিস্টেড প্রাইভেট কোম্পানি হিসেবে অন্তর্ভুক্ত করেছিল। সুদাকর এবং দিনকর এই সংস্থার বর্তমান প্রতিষ্ঠাতা পরিচালক।

আরও পড়ুন: দীর্ঘদিন পর প্রিয়াঙ্কা গান্ধীর সাথে সাক্ষাৎ, ফের কংগ্রেসে যোগদান করছেন প্রশান্ত কিশোর?

এদিকে যখন রিলায়েন্স রিটেইল তাদের সম্পূর্ণ FMCG ব্যবসা RCPL এর আওতায় স্থানান্তর করেছে, ঠিক সেই সময়ই এই অধিগ্রহণের খবর সামনে আসলো। আর এই সংস্থার আওতায় বর্তমানে রয়েছে Campa, Sure Water, Spinner এর মতো বেভারেজ প্রোডাক্ট, Sil Jam, Lotus Chocolates, Alan Bagels Chips এর মতো খাদ্যপণ্য এবং Velvet Personal Care ও Tira Beauty এর মতো পার্সোনাল কেয়ার। এদের লক্ষ্য একটাই, প্যাকেটজাত কনজিউমার ব্যবসায় সম্পূর্ণভাবে প্রবেশ করা। বাজার গবেষণা সংস্থার IMARC গ্রুপের একটি রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালে ভারতে প্যাকেটজাত ফুড মার্কেটের আকার ছিল ১২১.৩ বিলিয়ন মার্কিন ডলার। তবে ২০৩৩ সালের মধ্যে তা পৌঁছতে পারে ২২৪.৮ বিলিয়ন মার্কিন ডলারে।

Leave a Comment