জুবিন গর্গের পর ফের সংগীত জগতে নক্ষত্রপতন! ৩৫ বছর বয়সে প্রয়াত গায়ক ঋষভ তন্ডন
Rishabh Tandon Death সৌভিক মুখার্জী, কলকাতা: বিনোদন জগতে আবারও শোকের ছায়া। জুবিন গর্গের পর ফের সংগীত জগতের এক নক্ষত্রপতন। আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেছেন গায়ক-অভিনেতা ঋষভ তন্ডন (Rishabh Tandon Death)। মূলত তাঁর অনুরাগীদের কাছে তিনি ‘ফকির’ নামেই আখ্যায়িত। তবে শিল্পীর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে। উল্লেখ্য, মৃত্যুকালে গায়কের বয়স হয়েছিল মাত্র … Read more