সাইকেল, জুতো সহ একাধিক পণ্যের কমবে দাম! নয়া GST সংস্কারে স্বস্তি মিলবে আমজনতার
Next Generation GST Reforms সৌভিক মুখার্জী, কলকাতা: গতকাল লালকেল্লায় স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমজনতার মুখে হাসি ফোটানোর মতো সব ঘোষণা করেছেন। হ্যাঁ, লালকেল্লা থেকে ভাষণ দিতে গিয়ে তিনি জানিয়েছেন, দেশের জন্য এবার নেক্সট জেনারেশন জিএসটি সংস্কার (Next Generation GST Reforms) আসছে। আর এতে করের বোঝা কমবে। ফলে সাধারণ মানুষ স্বস্তি পাবে। প্রধানমন্ত্রীর … Read more