উত্তর ভারতে প্রথম, সম্পূর্ণ মহিলাদ্বারা পরিচালিত স্টেশন হয়ে উঠল লখনউ সিটি
lucknow city সহেলি মিত্র, কলকাতা: আবারও জয় হল নারী শক্তির। নজির গড়ল ভারতীয় রেল। জানলে গর্ববোধ করবেন, উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ের লখনউ সিটি রেলওয়ে স্টেশন (Lucknow City) উত্তর ভারতের প্রথম সম্পূর্ণ মহিলা পরিচালিত রেলওয়ে স্টেশনে পরিণত হয়েছে। সুপারিনটেনডেন্ট থেকে শুরু করে নিরাপত্তা রক্ষী পর্যন্ত এই স্টেশনের সমস্ত কমান্ড পরিচালনা করছেন ৩৪ জন মহিলা। লখনউয়ের ১০টি … Read more