সিন্ধু জলচুক্তি অতীত, কাঙাল পাকিস্তানকে আরও বিপাকে ফেলল ভারত
সৌভিক মুখার্জী, কলকাতা: পাকিস্তানকে হামাগুড়ি খাইয়ে বিরাট সিদ্ধান্ত ভারতের! বন্ধ করে দেওয়া হয়েছে বহু পুরনো ইন্দাস জলশক্তি (Indus Water Treaty)। শুধু তাই নয়, এবার ভারত বিশ্বব্যাঙ্ককে অনুরোধ করেছে, যাতে জন্মু ও কাশ্মীরের কিশানগঙ্গা ও রাটলে জলবিদ্যুৎ প্রকল্প সংক্রান্ত বিবাদে তাদের মধ্যে মধ্যস্থতাও বন্ধ করে দেওয়া হয়। পাকিস্তানকে হুঁশিয়ারি ভারতের সম্প্রতি পাকিস্তানের প্রাক্তন বিদেশ মন্ত্রী বিলাওয়াল … Read more