পাঞ্জাবে IPS অফিসারের বাড়ি থেকে উদ্ধার কোটি কোটি টাকা, বিলাসবহুল গাড়ি সহ গয়না
IPS Officer সৌভিক মুখার্জী, কলকাতা: কেঁচো খুঁড়তে গিয়েই যেন বেরিয়ে আসলো আস্ত কেউটে! হ্যাঁ, আইপিএস অফিসারের (IPS Officer) বাড়ি থেকেই উদ্ধার কাঁড়ি কাঁড়ি টাকা। রিপোর্ট অনুযায়ী খবর, পাঞ্জাবের রোপড় রেঞ্জে কর্মরত উচ্চ পদস্থ আইপিএস অফিসার, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল হরচরণ সিং ভুল্লারকে সম্পত্তি দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আর তাঁর বাড়ি থেকেই উদ্ধার হয়েছে কোটি কোটি … Read more