১০ বছরে হয়নি কোনও অডিট! হাইকোর্টের প্রশ্নের মুখে রোজভ্যালির টাকা ফেরাতে গঠিত কমিটি
সৌভিক মুখার্জী, কলকাতা: রোজভ্যালি কেলেঙ্কারিতে (Rose Valley Scam) প্রতারিত হয়েছে লক্ষ লক্ষ মানুষ। টাকা ফেরাতে গঠিত হওয়া বিচারপতি দিলীপ শেঠ কমিটির কার্যকলাপ এবার একাধিক প্রশ্নের মুখে। কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে, প্রয়োজনে ওই কমিটির কাজ খতিয়ে দেখতে হবে, এমনকি তার জন্য অনুসন্ধান কমিটিও গঠন করা হতে পারে। কারণ, 2015 সাল থেকে শুরু হওয়া এই কমিটির 10 … Read more