ব্যবসা, দিদি নম্বর ওয়ান সামলাই! লোকসভায় কম উপস্থিতি নিয়ে আজব সাফাই রচনার
Rachna Banerjee প্রীতি পোদ্দার, কলকাতা: শুধু রাজনীতি নয়, অভিনয় সামলিয়ে অনেক তারকাকে রাজনীতিতে নামতে হয়। কেউ তো আবার এসব কিছুর পাশাপাশি ব্যবসাও নিয়েও ঝামেলায় পড়তে হয়। তারপর উপস্থিত থাকতে হয় বাদল অধিবেশনে৷ তাই এবার লোকসভায় কম হাজিরা প্রসঙ্গে স্পষ্ট মন্তব্য করলেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর কথায়, “সকলে নিজেদের মতো করে দায়িত্ব সামলাচ্ছেন৷ কাউকে দোষারোপ … Read more