বিহার ভোটে বামেদের প্রার্থী প্রয়াত অভিনেতা সুশান্ত সিংয়ের বোন, কে এই দিব্যা গৌতম?
divya gautam প্রীতি পোদ্দার, পটনা: মনে আছে বিখ্যাত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের কথা? ২০২০ সালের ১৪ জুন মুম্বইয়ে যাঁর রহস্যমৃত্যু নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। এবার তাঁরই তুতো বোন দিব্যা গৌতম (Divya Gautam) বিহারের বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে চলেছেন। জোট ‘ইন্ডিয়া’-র অন্যতম শরিক দল সিপিআইএমএল (লিবারেশন)-এর আসন্ন নির্বাচনে টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। বুধবার তাঁর মনোনয়ন … Read more