চোট কাটিয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইস্টবেঙ্গলের ঘায়েল হওয়া বাঘ!
বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রাক্তন কোচ কার্লস কুয়াদ্রাত থেকে শুরু করে লাল হলুদের বর্তমান হেড স্যার অস্কার ব্রুজো, দুই মহারথীর শাসনকালে ইস্টবেঙ্গলের (East Bengal FC) মাঝমাঠের অন্যতম চালিকাশক্তি ছিলেন তিনি। শেষ ফুটবল সিজনে তাঁর ওপরই ভরসা ছিল লাল হলুদের। সেই মতোই মশাল আঁকা জার্সি গায়েই মাঝ মাঠে জাত চেনাচ্ছিলেন সেই ফরাসি তারকা। তবে ছন্দপতন হয় ইন্ডিয়ান … Read more