১৯ জুলাই হচ্ছে না কলকাতা ডার্বি, কবে গড়াবে মোহন-ইস্টের হাই ভোল্টেজ ম্যাচ?
বিক্রম ব্যানার্জী, কলকাতা: আগামী 19 জুলাই হচ্ছে না কলকাতা লিগের ডার্বি ম্যাচ। দুই চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগান ও ইস্টবেঙ্গলের বহু অপেক্ষিত ম্যাচ নিয়ে বেঁধেছিল জট। আশঙ্কা ছিল হয়তো ম্যাচই বাতিল হয়ে যাবে। তবে শেষ পর্যন্ত তেমনটা না হলেও পিছিয়ে গেল কলকাতা লিগের হাই ভোল্টেজ ডার্বি। তাহলে কবে গড়াবে মোহন-ইস্টের লড়াই? এক সপ্তাহ পিছিয়ে গেল কলকাতা ডার্বি মোহনবাগান … Read more