শ্রীলঙ্কাকে উড়িয়ে মহিলা বিশ্বকাপের পয়েন্ট টেবিলে সেকেন্ড গার্ল দক্ষিণ আফ্রিকা, কততে ভারত?
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ম্যাচে বাগড়া হয়েছিল বৃষ্টি। তাই বৃষ্টি বিঘ্নিত খেলা নির্ধারিত সময় থেকে 20 ওভারে নামিয়ে আনা হয়। তাতে দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণের সামনে 105 রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। জবাবে নির্ধারিত 20 ওভারের অনেক আগেই কোনও রকম ক্ষতি ছাড়াই 10 উইকেটে জিতে যায় দক্ষিণ আফ্রিকার নারী দল। মূলত DLS পদ্ধতিতেই জয় পায় তাঁরা। আর … Read more