বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে ফের থমকাবে শীত? আগামীকালের আবহাওয়া
Weather Update প্রীতি পোদ্দার, কলকাতা: নভেম্বরে হালকা শীতের (Weather Update) বিষন্নতা কাটিয়ে অবশেষে রাজ্যে পাকাপাকিভাবে প্রবেশ করল শীত। সকালের ঠান্ডা হাওয়া, কম তাপমাত্রা এবং কুয়াশার দাপট- সব মিলিয়ে এখন থেকে বঙ্গে জমে উঠছে শীতের আমেজ। লাগাতার ৩ দিন কলকাতায় রাতের তাপমাত্রা ১৫ এর ঘরে। পশ্চিমে জেলাগুলিতে তাপমাত্রা আরও কমেছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, আপাতত রাজ্যে বৃষ্টি … Read more