ভোরের হাওয়ায় হিমের পরশ! কবে থেকে পাকাপাকি শীত? আগামীকালের আবহাওয়া
Weather Update প্রীতি পোদ্দার, কলকাতা: অন্যান্য বছরের তুলনায় চলতি বছর বৃষ্টির আমেজ অনেকটাই বেশি ছিল। দিন রাত ভারী বৃষ্টির (Weather Update) জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর রাজ্য থেকে বিদায় নিয়েছে বর্ষা। আর সঙ্গে সঙ্গেই আবহাওয়ার মেজাজে বড় বদল দেখা গেল। সকালের হালকা ঠান্ডা আর রাতের বাতাসে এখনই শীতের আগমনী বার্তা এসেছে। … Read more