১৭৫ কিমি গতি, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ন্যান্ডো! কোথায় পড়বে প্রভাব?
Typhoon Nando সৌভিক মুখার্জী, কলকাতা: ফিলিপাইন সাগরের বুক থেকে জন্ম নিয়ে ক্রমশ দানবীয় আকার ধারণ করছে মরসুমের প্রথম সুপার টাইফুন ন্যান্ডো (Typhoon Nando)। প্রবল গতিতে ধেয়ে আসা এই ঝড় উত্তর-পশ্চিম দিকে ছুটে চলেছে। ফলে ঝড়ের গতিপথে পড়ছে উত্তর ফিলিপাইন, দক্ষিণ তাইওয়ান এবং সপ্তাহের মাঝামাঝি দক্ষিণ চিন এবং হংকং উপকূলে পৌঁছবে। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর রসতর্কবার্তা জারি … Read more