ভিড়ে ঠাঁসাঠাসির দিন শেষ! শিয়ালদা ডিভিশনে বাড়ল ট্রেন, টাইমটেবিল দিল পূর্ব রেল
প্রীতি পোদ্দার, কলকাতা: আর ভিড়ে ঠেলাঠেলি করে লাভ নেই! এবার অফিস টাইম শান্তি মনে যেতে পারবেন গন্তব্যে! যাত্রীদের সুবিধার্থে এবার বড় পদক্ষেপ নিল শিয়ালদা ডিভিশন (Sealdah Division)। জানা গিয়েছে অফিস টাইমে উপচে পড়া ভিড় সামলাতে শিয়ালদা দক্ষিণ শাখায় নতুন দু’টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আরও একটি ট্রেনের সময় এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে রেল … Read more