রোজভ্যালি কাণ্ডে হাত গোটাল SEBI! CAG-কে দায়িত্ব দিতে চায় হাইকোর্ট, শুনানি কবে?
Rose Valley Chit Fund Case প্রীতি পোদ্দার, কলকাতা: একটু একটু করে গড়ে তোলা সঞ্চয় চোখের নিমেষে হারিয়ে ফেলেছিলেন হাজার হাজার মানুষ। রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে (Rose Valley Chit Fund Case) তোলপাড় হয়ে গিয়েছিল রাজ্য। এত বড় আর্থিক তছরুপের ঝটকা সহ্য না পেরে অনেকেই আত্মঘাতী হয়েছিল। কেউ টাকা জমাচ্ছিলেন মেয়ের বিয়ের জন্য। কেউ আবার প্রতিদিন ১০ টাকা … Read more