নবান্নের নির্দেশ মিলতেই বাংলাদেশ সীমান্তে অলআউট অ্যাকশনে BSF
প্রীতি পোদ্দার, কলকাতা: সীমান্তে জমি হস্তান্তরের জট ছিল দীর্ঘদিনের। বিরোধী ও শাসকদলের বিরোধিতা এবং টানাপোড়েনের পর অবশেষে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার লাগাতে BSF-কে জমি দেওয়ার ছাড়পত্র দিল নবান্ন (Nabanna)। ৩৫৬ একর জমি বিএসএফের হাতে হতাস্তান্তরের নির্দেশ পাওয়া মাত্রই একাধিক জমিদাতাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে টাকা। সেই টাকার মূল্য এতটাই বেশি যে চোখ ছানা বড়া জমিদাতাদের। BSF-এর … Read more