উত্তরবঙ্গ অতীত, পর্যটকদের ভিড় বাড়ছে পুরুলিয়ার ‘মিনি দার্জিলিং’-এ
mini darjeeling সহেলি মিত্র, কলকাতাঃ লাগাতার বিপর্যয়ের জেরে উত্তরবঙ্গ থেকে মুখ ফিরিয়েছেন পর্যটকরা। দুর্যোগ কাটলেও এখনও অবধি সেখানে বহু পর্যটক আটকে রয়েছে। দার্জিলিং কিংবা সিকিম থেকে শিলিগুড়ি বা এনজেপি নামাই সকলের জন্য এখন মহার্ঘ্য হয়ে উঠেছে। গাড়ি চালকরা চড়া ভাড়া চাইছেন। যাইহোক, উৎসবের আবহে অনেকেই ছিলেন যারা পাহাড়ে ঘুরতে যাবেন বলে মনোস্থির করেছিলেন, কিন্তু সকলের … Read more