দীর্ঘ ৮ বছর পর কাটল জট! ভাবাদিঘিতে শুরু হল তারকেশ্বর-বিষ্ণুপুর রেল লাইনের কাজ
Bhabadighi Rail Project সৌভিক মুখার্জী, কলকাতা: দীর্ঘ আট বছর পর জট কাটল ভাবাদিঘির (Bhabadighi Rail Project)। তারকেশ্বর-বিষ্ণুপুর রেল লাইনের কাজ আবারও শুরু হয়েছে। রবিবার গোঘাটের ভাবাদিঘিতে স্থানীয় বাসিন্দা, রেল এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারা, পাশাপাশি কামারপুকুর মঠ ও মিশনের অধ্যক্ষরা উপস্থিত থেকেই আনুষ্ঠানিকভাবে এই রেল প্রকল্পের কাজের সূচনা করেছেন। উৎসবে মাতলেন গ্রামবাসীরা জানা যায়, ভাবাদিঘির জন্য … Read more