বর্ধমান-বোলপুর জাতীয় সড়কে মস্ত এক অজগর, একাই ধরলেন পুলিশ কর্মী
Python On Bardhaman Road rescued by police বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাতের অন্ধকারে জাতীয় সড়কের উপরেই ঘুরে বেড়াচ্ছে এক অজগর। দেখামাত্রই সেটিকে বস্তাবন্দী করেন প্রশিক্ষণপ্রাপ্ত এক ট্রাফিক পুলিশ। ঘটনাটি ঘটেছে, পূর্ব বর্ধমান জেলার 114 নম্বর জাতীয় সড়কের বলগোনা মোড়ে (Python On Bardhaman Road)। পরবর্তীতে সাংবাদিকদের সাক্ষী রেখে ওই সাপটিকে বনদপ্তরের হাতে তুলে দেয় পুলিশ। ঘটনায় বেশ … Read more