খাঁচা ভেঙে পালাল চিতাবাঘ! মাথায় হাত বনকর্মীদের, আতঙ্ক ছড়াল ফালাকাটার গ্রামে
Falakata প্রীতি পোদ্দার, ফালাকাটা: ফের চিতাবাঘ আতঙ্ক ফালাকাটায় (Falakata)! বন দপ্তরের পাতা খাঁচায় ধরা দিয়েও খাঁচা ভেঙে পালিয়ে গেল চিতাবাঘ! ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে খাউচাঁদপাড়া গ্রামে। এমন ঘটনা আগে কখনও হয়েছে কি না মনে করতে পারছেন না বনকর্মীরা। এদিকে চিতা বাঘের আতঙ্কে চা বাগানের কাজ করা নিয়ে ভয় ভীতি ছিল শ্রমিকদের মধ্যে। ইতিপূর্বে বেশ কয়েকবার বাঘ … Read more