অবশেষে সোদপুর কাণ্ডে গ্রেফতার আরিয়ান খান! কোথায় লুকিয়ে শ্বেতা খান? চলছে খোঁজ

প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে গ্রেফতার! সোদপুর পর্নকাণ্ড এবং তরুণী নির্যাতনের ঘটনায় কাণ্ডে (Sodepur Girl Assault Case) কলকাতার গল্ফগ্রিন থেকে গ্রেফতার করা হয় আরিয়ান খানকে। জানা গিয়েছে এতদিন কলকাতাতেই ছিলেন তিনি। তবে এখনও অধরা শ্বেতা খান। জোরকদমে তল্লাশি চলছে। গ্রেফতার আরিয়ান তদন্ত সূত্রে জানা গিয়েছে হাওড়ার বাকড়ার বাসিন্দা শ্বেতা খান ও তাঁর ছেলে আরিয়ান খান দীর্ঘদিন … Read more