জুনেই বকেয়া DA মেটাতে পারে রাজ্য সরকার, শীঘ্রই জারি হবে বিজ্ঞপ্তি
সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য বিরাট সুখবর। জুন মাসেই দেওয়া হবে বকেয়া ডিএ (WB DA Issue)। বলে রাখি, গত 16 মে সুপ্রিম কোর্টের নির্দেশে জানানো হয়েছিল, জুন মাসের 27 তারিখের মধ্যে রাজ্য সরকারকে বকেয়া DA’র অন্তত 25 শতাংশ মেটাতে হবে। আর সেই নির্দেশ মেনে অর্থদপ্তর তৎপর হয়ে এগোচ্ছে। নবান্ন সূত্রে খবর … Read more