CSK-তে ধোনির উত্তরসূরী কে? জানালেন প্রধান কোচ ফ্লেমিং

Sanju Samson In CSK he will MS Dhoni successor in Chennai Team

বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL নিলামে দল গোছানোর আগেই স্যাম কারেন ও রবীন্দ্র জাদেজার মতো অভিজ্ঞ এবং পুরনো সঙ্গীর বদলে সঞ্জু স্যামসনকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস (Sanju Samson In CSK)। এ নিয়ে বিগত দিনগুলিতে তীব্র বিতর্ক দানা বাঁধলেও এবার বড় কথা বললেন CSK দলের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং। চেন্নাইয়ের পথপ্রদর্শকের বক্তব্য, মহেন্দ্র সিং ধোনির অনেকটাই বয়স হয়েছে। তাই তিনি এবার কঠিন সিদ্ধান্ত নিতে পারেন। সে কারণেই অনেক ভেবে চিন্তে সঞ্জুকে দলে নেওয়া হয়েছে। ।

মহেন্দ্র সিং ধোনির উত্তরসূরী হবেন সঞ্জু?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের একেবারে শুরু থেকেই চেন্নাই সুপার কিংসের প্রধান মুখ হিসেবে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তবে এই মুহূর্তে মনের জোর সঙ্গ দিলেও বয়সের সাথে কিছুতেই পেরে উঠছেন না ভারতের প্রাক্তন অধিনায়ক। বর্তমানে ধোনির বয়স 44। আগামী বছর 45 এ পা দেবেন তিনি। কাজেই এত বয়সে খেলা চালিয়ে যাওয়াটা সম্ভব নয়। তাছাড়াও বয়সের সাথে সাথে শারীরিক এবং মানসিক জোরও প্রয়োজন। সেটাও ধীরে ধীরে হারিয়ে বসছেন মাহি।

আর এসব নিয়েই চেন্নাই সুপার কিংসের প্রধান কোচ ফ্লেমিং ইঙ্গিত দিলেন, CSK ভবিষ্যতের কথা ভাবছে। আগামী দিনে ধোনি চলে গেলে দলের প্রধান মুখ কে হবেন সেসব ভেবেই সঞ্জু স্যামসনকে নিয়ে আসা হয়েছে। বর্তমানে যা পরিস্থিতি তাতে শেষবারের মতো IPL খেলেই 2026 এ অবসর নেবেন মাহি। আর সেই সব দিক মাথায় রেখেই তড়িঘড়ি ভারতের উইকেট কিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসনকে দলে টেনে নিয়েছে চেন্নাই।

সঞ্জুকে দলে নেওয়ার বিষয়ে CSK দলের প্রধান কোচ ফ্লেমিংয়ের বক্তব্য, “আমরা প্রথম থেকেই অনুভব করেছি ওপেনিংয়ের ক্ষেত্রে আমরা অনেকটা দুর্বল। আমাদের এটাও মাথায় ছিল যে মহেন্দ্র সিং ধোনি যেকোনও সময় বেরিয়ে যেতে পারেন।” চেন্নাই সুপার কিংসের কোচ একেবারে সবদিক থেকে ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছেন, ধোনির উত্তরসূরি হিসেবে CSK দলে যোগ দিয়েছেন সঞ্জু। আগামী দিনে তিনিই হবেন চেন্নাইয়ের প্রধান মুখ।

অবশ্যই পড়ুন: এই ভারতীয় ক্রিকেটারকে কেনা নিয়ে KKR-র ঘরে বাঁধল অশান্তি!

এদিন ফ্লেমিং আরও বলেন, “সঞ্জু একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড়। আমি মনে করি ও দলের জন্য নিজের দায়িত্বটা খুব ভাল ভাবে পালন করতে পারবে।” ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লেমিং একেবারে খোলাখুলি এও নাকি বলেছিলেন, “আমরা দলের বাকিদেরও সব রকম ভাবে বুঝিয়ে দিচ্ছি সঞ্জু স্যামসনই আগামী দিনে চেন্নাইয়ে ধোনির উত্তরাধিকারী।”

Leave a Comment