CSK বা KKR নয়, IPL 2026 নিলামে নামার প্রয়োজন নেই এই দলের! জানালেন খোদ কর্ণধার

IPL 2026 Auction this IPL team franchise will not need to participate in auction

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রিটেনশন পর্ব পেরিয়ে এবার IPL 2026 মিনি নিলামের (IPL 2026 Auction) প্রস্তুতি সারছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দলগুলি। আগামী 16 ডিসেম্বর, আবুধাবিতে অনুষ্ঠিত হবে 2026 IPL এর নিলাম পর্ব। তার আগে একেবারে সবদিক থেকে নিজেদের গুছিয়ে রাখতে চাইছে IPL দলগুলি। যদিও সেই দৌড়ে কার্যত ইচ্ছাকৃতভাবেই পিছিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের একটি অতি পরিচিত দল।

আসন্ন নিলাম নিয়ে খুব একটা উচ্চবাচ্য করছে না প্রীতি জিন্টার পাঞ্জাব কিংস। আসলে, ইতিমধ্যেই একাধিক তারকা প্লেয়ারকে ধরে রেখে শক্তিশালী দল গুছিয়ে রেখেছে তারা। তাই নিলাম নিয়ে বিশেষ চিন্তিত নয় পাঞ্জাব। এ প্রসঙ্গে কথা বলতে গিয়েই পাঞ্জাব কিংস ফ্র্যাঞ্চাইজির অন্যতম কর্ণধার নেস ওয়াদিয়া জানিয়েছেন, তাদের নিলামে নামার বিশেষ প্রয়োজন নেই!

নিলাম থেকে প্লেয়ার নাও কিনতে পারে PBKS!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পরিচিত দলগুলি যেখানে একের পর এক নামজাদা ক্রিকেটারকে ছেড়ে দিয়ে নিজেদের পার্সে অর্থ বাঁচিয়ে রেখেছে, সেই পর্বে দাঁড়িয়ে ঠিক উল্টো পথে হেঁটেছে পাঞ্জাব কিংস। এই দলটি আসন্ন IPL এর আগে অল্প সংখ্যক প্লেয়ারদের ছেড়ে পুরনো সঙ্গীদের নিয়েই তৈরি হচ্ছে। ছাড়ার মধ্যে তারা জস ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যারন হার্ডি, কুলদীপ সেন এবং পারভিন দুবে অর্থাৎ মাত্র 5 জন প্লেয়ারকে ছেড়েছে। সেই সূত্রে তাদের হাতে বেঁচে আছে 11.50 কোটি টাকা। হিসেব করে দেখতে গেলে একজন বড় মাপের খেলোয়াড়ের পেছনে এর থেকেও বেশি অর্থ চলে যায়। তাই এই দলটি আসন্ন নিলাম থেকে আদৌ প্লেয়ার কিনবে কিনা তা নিয়ে ঘোর সংশয় রয়েছে।

এ প্রসঙ্গে, সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে, পাঞ্জাব কিংস ফ্রাঞ্চাইজির অন্যতম কর্ণধার ওয়াদিয়া একেবারে খোলাখুলি জানিয়েছেন, IPL 2026 এর মিনি নিলাম তাদের কাছে নিয়মরক্ষার। তাঁর কথায়, “আমাদের নিলামে যাওয়ার কোনও প্রয়োজন নেই। কেননা, পুরনো প্লেয়ারদের নিয়ে আমরা এমনিই শক্তিশালী। তবে আরও কিছুটা শক্তি বাড়ানোর চেষ্টা হয়তো করা হবে। তবে রিকি পন্টিং, শ্রেয়স আইয়াররা একসাথে কাজ করছেন তাই আমরা এই মুহূর্তে নিলাম নিয়ে খুব একটা চিন্তিত নয়। তাছাড়াও গতবারের পারফরমেন্স নিয়ে আমরা সন্তুষ্ট।”

অবশ্যই পড়ুন: ২০২৬ টি20 বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান! কবে ম্যাচ? প্রকাশ্যে এল দিনক্ষণ

উল্লেখ্য, গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে KKR প্রাক্তনী শ্রেয়স আইয়ারের কাঁধে ভর করে দীর্ঘ 11 বছর পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে উঠেছিল পাঞ্জাব কিংস। গোটা মরসুমে দুর্ধর্ষ পারফরমেন্স দেখিয়ে মূল মঞ্চে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হলেও লড়াই দিয়ে ট্রফি নিজেদের নামে করতে পারেনি প্রীতির পাঞ্জাব। তবে এবার লক্ষ্য থাকবে সেই অপ্রাপ্তি ঘোঁচানোর।

Leave a Comment