DA আদৌ মিলবে! সুপ্রিম কোর্টে যেই চাল দিল রাজ্য সরকার, চাপে কর্মীরা

DA Case Bengal (1)

সহেলি মিত্র, কলকাতা: বাংলার ডিএ মামলার (DA Case Bengal) জট যেন খুলতেই চাইছে না। একদিকে যখন সুপ্রিম কোর্টে মামলার প্রতিটি শুনানিতে সরকার দাবি করছে, ডিএ কোনো আইনি অধিকার নয়। অপরদিকে সরকারি কর্মীরা  বলছেন, এটা সম্পূর্ণ আইনি অধিকার তাঁদের। মাঝে এই মামলায় কিছুটা হলেও মনোবল বেড়েছিল কর্মীদের যখন শীর্ষ আদালত সরকারকে বকেয়া মহার্ঘ্য ভাতার ২৫% মেটানোর নির্দেশ দেয়। তবে সেটাও বিশ বাঁও জলে চলেছে যায়। এরপর গত ৪ আগস্ট সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চে চলছে ডিএ মামলার শুনানি হয়। সেখানেও এই মামলা আরও দু মাস পিছিয়ে যায়। এহেন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, আদৌ কি আর সরকারি কর্মীরা ডিএ পাবেন?

সরকারি কর্মীরা ডিএ পাবেন কখনো?

৪ আগস্টের পর আজ ৫ আগস্ট ফের বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চে ওঠে পঞ্চম বেতন পে কমিশনের আওতায় থাকা ডিএ মামলা। আর এবারে বিচারপতিরা যে প্রশ্ন করেন সেটা শুনে অনেকটাই ধাক্কা খেয়েছেন সরকারি কর্মীরা বলে মনে করা হচ্ছে। এদিন সওয়াল জবাবের শুরুতেই সুপ্রিম কোর্টের বিচারপতিরা প্রশ্ন করেন, ডিএ কি মৌলিক অধিকারের মধ্যে পড়ে? সর্বোচ্চ আদালত এরপর জানায়, এমন কিছু পাওয়া যাচ্ছে না, যার আওতায় মহার্ঘ ভাতাকে মৌলিক অধিকার বলা যেতে পারে।

জোরালো সওয়াল আইনজীবীদের

স্বাভাবিকভাবেই তাহলে এখানে প্রশ্ন থেকে যাচ্ছে, আদৌ কি আর ডিএ মামলায় ভাগ্যের চাকা ঘুরবে বাংলার সরকারি অধিকারিকদের? শেষমেষ পশ্চিমবঙ্গ সরকারেরই জয় হল? এদিন ডিএ মামলায় রাজ্যের তরফের আইনজীবী শ্যাম দিওয়ান বলেন, ‘ডিএ কোনও আইনি অধিকার নয়। এটা রাজ্য সরকারের এক্তিয়ারের মধ্যে পড়ে। রাজ্য সরকারই সব ঠিক করবে। রাজ্যের আর্থিক পরিস্থিতি কী, রাজ্যে কোন কোন বিষয় প্রাধান্য পায়, তার উপরই ডিএ-র হার ঠিক করে রাজ্য সরকার। কেন্দ্রের হারে ডিএ দিতে হবে বলে দাবি করতে পারেন না রাজ্য সরকারের কর্মচারীরা। এটা কোনও আইনে বলা নেই। মূল্যবৃদ্ধি এবং বিভিন্ন পরিস্থিতিতে রাজ্য সরকার বিভিন্ন হারে ডিএ দেয়, যা রাজ্যের সরকারি কর্মচারীদের মেনে নেওয়া উচিত।’

আরও পড়ুনঃ পুজোয় সরকারি অনুদান নিয়ে ফের মামলা হাইকোর্টে!

কপিল সিব্বল বলেন, ‘বিভিন্ন রাজ্যে ডিএ-র হার আলাদা। ১৩টি রাজ্য এমন রয়েছে, যারা কেন্দ্রের হার না মেনে, নিজেদের পরিস্থিতি অনুযায়ী ডিএ-র হার নির্ধারণ করে। সেই নিয়ম অনুযায়ী, পশ্চিমবঙ্গ সরকারও নিজেদের সাধ্য মতো ডিএ দিচ্ছে। এমন নয় যে রাজ্য ডিএ দিচ্ছে না। নিজেদের সাধ্য মতো ডিএ দিচ্ছে তারা।’ এখন দেখার সরকারি কর্মীরা আগামী দিনে বকেয়া মহার্ঘ্য ভাতা পান কিনা।

Leave a Comment