সহেলি মিত্র, কলকাতাঃ দুয়ারে কড়া নাড়ছে দুর্গাপুজো। আর মাসখানেক পর পুজোর আনন্দে মেতে উঠবেন সকলে। অন্যদিকে এই বছর প্রতিটি পুজো কমিটিগুলিকে অতিরিক্ত ২৫,০০০ মানে এই বছর ১ লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান (Durga Puja Anudan) দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এই নিয়ে শুরু হল তরজা। দুর্গাপুজোয় সরকারি অনুদানের টাকা নেবে না বলে ঘোষণা করল বাংলার বড় ৩টি দুর্গাপুজো কমিটি। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
পুজোয় অনুদান নেবেন না এই ৩টি ক্লাব
এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে কোন তিনটি ক্লাব অনুদান নেবেন না বলেছে? তাহলে জানিয়ে রাখি তালিকায় রয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিদ্রোহী ক্লাব, নদীয়া রানাঘাটের চারের পল্লি এবং কল্যাণী রথতলার ‘ইচ্ছে তাই’ ক্লাব। এদের মধ্যে ‘ইচ্ছে তাই’ আগের বছরেও সরকারি অনুদানের টাকা নেয়নি।
এই প্রসঙ্গে রায়গঞ্জের ক্লাবটির সভাপতি রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক তথা উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত শুক্রবার বলেন, “রাজ্যে কর্মসংস্থান নেই। রাজ্য সরকার সরকারি কর্মীদের বকেয়া DA দিতে পারছে না। রায়গঞ্জ পুরসভার অস্থায়ী ও অবসরপ্রাপ্ত কর্মীরা নিয়মিত বেতন ও পেনশন পাচ্ছেন না। রাজ্যে নারীদের সুরক্ষায় রাজ্য সরকারের বাজেটে পর্যাপ্ত টাকা বরাদ্দ নেই।” তাঁর দাবি, এই পরিস্থিতিতে জনগণের করের টাকায় অনুদান নিয়ে দুর্গাপুজো করার বিরোধী তাঁদের ক্লাব। তাঁর মন্তব্য, “২০২৬ সালের বিধানসভা ভোট মাথায় রেখে এ সব হচ্ছে।”
আরও পড়ুনঃ নিয়ম বদলাতেই হল কাজ, ৭৫% ওয়েটিং টিকিট হচ্ছে কনফার্ম! দাবি রেলের
দুর্গাপুজোর অনুদান বৃদ্ধি মুখ্যমন্ত্রীর
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার রাজ্যের সম্প্রদায়ের দুর্গাপুজোয় সরকারি অনুদানের টাকা ১.১০ লক্ষ টাকায় উন্নীত করেছেন, যা গত বছর এই টাকা ছিল ৮৫,০০০ টাকা। দুর্গাপুজো ক্লাবের সংখ্যা প্রায় ৪৫,০০০ এবং পরিসংখ্যান অনুসারে, এই ঘোষণার ফলে রাজ্যের কোষাগারে ৪৯৫ কোটি টাকা খরচ হবে। মুখ্যমন্ত্রী বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলিকে পুজো আয়োজনকারী ক্লাবগুলিকে ৮০% ছাড় দেওয়ার আহ্বান জানান।