DA না বাড়ালেও এক দাবি মানল রাজ্য সরকার, নবান্নের বিজ্ঞপ্তিতে মুখে হাসি ৭ লক্ষ কর্মীর

Nabanna

প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে স্বস্তি! দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা কাটাতে এবার নয়া পদক্ষেপ গ্রহণ করল নবান্ন (Nabanna) । রাজ্যের সরকারি কর্মচারীদের কথা মাথায় রেখে এবার থেকে তাঁরা সহজ প্রক্রিয়ায় বেতন-সংক্রান্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট বদল করতে পারবেন। DA মামলা নিয়ে এখনও কাটেনি দুর্যোগ। আজ, শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চে ফের উঠবে ডিএ মামলা, যার দরুন সকলেই শুনানি নিয়ে বেশ চিন্তিত, এমতাবস্থায় রাজ্য সরকারের তরফে নেওয়া হল বড় পদক্ষেপ।

অর্থ দফতরের নয়া নির্দেশিকা

সম্প্রতি সরকারি কর্মচারীদের বেতন সংক্রান্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট বদলের নির্দেশিকা জারি করেছে নবান্ন। এর প্রধান উদ্দেশ্য হল সরকারি কর্মচারীদের জন্য তাঁদের বেতনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বদলানোর প্রক্রিয়াটিকে আরও সহজ করে তোলা। এই পদক্ষেপের ফলে সরকারী কর্মচারীদের ব্যাঙ্ক বেছে নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট স্বাধীনতা দেওয়া হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, একজন কর্মচারী প্রতি তিন বছরের ব্লকে একবার তাঁর স্যালারি অ্যাকাউন্ট পরিবর্তন করার সুযোগ পাবেন। আর সেক্ষেত্রে ‘অপশন ফর্ম’ পূরণ করে সংশ্লিষ্ট দফতরের প্রধান বা অফিস প্রধানের কাছে জমা দিতে হবে। অনুমোদনের ভিত্তিতে মিলবে এই সুবিধা।

Nabanna

লাগবে NOC সার্টিফিকেট

এ ছাড়াও অর্থ দফতরের নির্দেশ অনুযায়ী, রাজ্যের সমস্ত সরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কিত জেলাস্তরের তথ্যও এখন থেকে ডিজিটাল মাধ্যমে নথিভুক্ত করতে হবে। ব্লক পর্যায় থেকে শুরু করে জেলা প্রশাসন পর্যন্ত সমস্ত দফতরকে তাদের অধীনস্থ সরকারি অ্যাকাউন্টের তথ্য আপলোড করতে বলা হয়েছে। এর জন্য একটি নতুন অনলাইন মডিউল চালু করেছে রাজ্য সরকার। নবান্নের দাবি, এর ফলে সরকারি অর্থ ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহি আরও স্পষ্ট হবে। এছাড়াও নির্দেশিকা অনুযায়ী, যে সমস্ত কর্মচারীর বর্তমান স্যালারি অ্যাকাউন্টের ওপর পশ্চিমবঙ্গ সরকারের নির্দিষ্ট হাউসিং লোন স্কিম বা অন্য কোনো ঋণ চালু আছে, তাঁদেরকে অ্যাকাউন্ট বদলানোর জন্য সংশ্লিষ্ট ব্যাঙ্ক শাখা থেকে একটি NOC বা ‘নো-অবজেকশন’ সার্টিফিকেট সংগ্রহ করে জমা দিতে হবে।

প্রশাসনিক ব্যবস্থা উপকৃত হবে!

উল্লেখ্য, আগে সরকারী কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বদল করতে হলে মাসের পর মাস অপেক্ষা করতে হত। বিভিন্ন স্তরের অনুমোদন ও কাগজপত্র জমা দেওয়ার প্রক্রিয়ায় অনেক দেরি হয়ে যেত। তবে এখন আর থাকবে না জটিলতা। সরকারি সূত্রে খবর, শীঘ্রই এই প্রক্রিয়া সম্পর্কিত সমস্ত বিস্তারিত নির্দেশ জেলা ও ব্লক পর্যায়ের অফিসগুলিতে পৌঁছে দেওয়া হবে। নবান্নের আশা, এর ফলে শুধু কর্মচারীরা নয়, প্রশাসনিক ব্যবস্থাও উপকৃত হবে এবং সরকারি অর্থনীতিতে আরও শৃঙ্খলতা আসবে। দাবি করা হচ্ছে প্রায় সাত লক্ষেরও বেশি কর্মী নবান্নের জারি কড়া সুবিধায় উপকৃত হতে পারবেন।

আরও পড়ুন: মাসের শুরুতেই সুখবর, ৫০ টাকারও বেশি কমল LPG সিলিন্ডারের দাম

নবান্নের এই নয়া পদক্ষেপের ফলে রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলি বেশ খুশি। এমতাবস্থায় তৃণমূল কর্মচারী ফেডারেশনের প্রাক্তন সভাপতি মনোজ চক্রবর্তী জানিয়েছেন, ‘‘আমরা দীর্ঘদিন ধরেই সরকারি কর্মচারীদের পক্ষে এমন সুযোগ সুবিধার দাবি করে আসছিলাম। আমি অবসর নিলেও যাঁরা এখন চাকরি করছেন বা আগামী দিনে সরকারি চাকরি করবেন, তাঁদের জন্য নতুন সুবিধার পথ খুলে গেল।’’ অন্যদিকে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি বিজন সরকার বলেন, ‘‘রাজ্য সরকার যখন কোনও নীতি প্রণয়ন করে তখন সেই নীতি শিক্ষা দফতরের জন্যও কার্যকর হবেই।”

Leave a Comment