DA নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য মুখ্যমন্ত্রীর, চমকে গেলেন সরকারি কর্মীরা

Mamata Banerjee on DA

সহেলি মিত্র, কলকাতা: বাংলার সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Bannerjee On DA)। নতুন করে পঞ্চম বেতন পে কমিশনের আওতায় থাকা বকেয়া মহার্ঘ্য ভাতা নিয়ে নতুন করে মুখ্যমন্ত্রী যা বললেন তা শুনে অবাক হবেন আপনিও। মন ভাঙতে পারে অপেক্ষা করে থাকা লক্ষ লক্ষ সরকারি কর্মীর। গত সেপ্টেম্বর মাসে ডিএ মামলার শেষ শুনানি হয়। এখন সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়দান কবে হবে সেটার অপেক্ষা করছেন কর্মীরা। সকলের উৎকণ্ঠা যখন তুঙ্গে, ঠিক সেই সময় ধনধান্য অডিটোরিয়ামে বিজনেস কনক্লেভের মঞ্চ থেকে ডিএ প্রসঙ্গে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী।

DA প্রসঙ্গে কী বললেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী বলেন, ‘ডিএ দেওয়া ম্যান্ডেটারি না হলেও আমরা প্রতিবছর ১৮ শতাংশ হারে ডিএ দিই।’ এদিকে শিল্প ও বিনিয়োগ নিয়ে আলোচনা চলাকালীন হঠাৎ কেন ডিএ প্রসঙ্গ উঠল সেটাই ভাবাচ্ছে সকলকে। কর্মী মহল থেকে শুরু করে সর্বত্রই শুরু হয়েছে আলোচনা। কর্মচারী সংগঠনগুলির একাংশের মতে, এই বক্তব্যের রাজনৈতিক ও প্রশাসনিক তাৎপর্য উপেক্ষা করা যাচ্ছে না।

কবে হবে ডিএ মামলার শুনানি?

সর্বশেষ রিপোর্ট অনুসারে, সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চের জন্য কোনও কারণ তালিকা এখনও প্রকাশিত হয়নি। ফলস্বরূপ, ডিএ মামলার রায় আগামীকাল, ১৯ ডিসেম্বর ঘোষণা করা হবে, তা নিয়ে উল্লেখযোগ্য অনিশ্চয়তা রয়েই গেছে। বিভিন্ন কর্মচারী মহলে জোর ফিসফাস শুরু হয়ে গিয়েছে। তবুও আদালত থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটেও নেই কোনও আপডেট। ফলে এখনই নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব হচ্ছে না।

১৯ ডিসেম্বরের মধ্যে যদি ডিএ মামলার রায়দান না হয় তাহলে ২০২৫ সালে আর হবে না শুনানি। পরবর্তী শুনানি ২০২৬ সাল অবধি গড়াতে পারে। কারণ সুপ্রিম কোর্টে দীর্ঘ শীতকালীন ছুটি শুরু হতে চলেছে। জানা গিয়েছে, ২০ এবং ২১ ডিসেম্বর শনিবার ও রবিবার আদালত বন্ধ থাকবে। এছাড়াও ২২ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি অবধি শীর্ষ আদালতে শীতকালীন ছুটি থাকবে, ৩ ও ৪ জানুয়ারি আবার শনিবার ও রবিবার পড়ার ফলে কোর্টে বন্ধ থাকবে। এরপর সেই ৫ জানুয়ারি সুপ্রিম কোর্ট পুনরায় চালু হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, যদি এই সপ্তাহের মধ্যে রায় প্রদান না করা হয়, তাহলে মাননীয় বিচারকরা শীতকালীন ছুটির সময় রায় লেখার কাজ সম্পন্ন করতে পারেন।

Leave a Comment